ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে মেয়রকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৭:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৮

ফিলিপিন্সে মেয়রকে গুলি করে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ ফিলিপিন্সের শহর রোন্ডার মেয়রকে তার অফিসে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে কয়েক বন্দুকধারী তার অফিসে ঢুকে গুলি চালায়। -খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে বর্তমান প্রশাসনের ১৬ জনপ্রতিনিধি খুন হলেন। রোন্ডার মেয়র মারিয়ানো বযাংকোকে স্থানীয় সময় আড়াইটার দিকে মৃত্যু ঘোষণা করা হয়। পুলিশের সিনিয়র পরিদর্শক জেআর প্যালকন বলেন, দেড়টার দিকে একটি ভ্যানে করে কয়েকজন যুবক টাউন হলে আসে। রোন্ডার মিউনিসিপাল অফিসে ঢুকেই তারা গুলি শুরু করে। বযাঙ্কোর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। ২০১৭ সালে পুলিশের তদন্ত থেকে মুক্তি পান তিনি। এর আগে জুলাই মাসের প্রমদিকে দুইদিনে দুই মেয়র হত্যাকান্ডর ঘটনা ঘটেছিল। তার আগে ফেব্রুয়ারিতে প্রাণ হারায় রোন্ডার ডেপুটি মেয়র ও ব্লাযাঙ্কোর ভাতিজা জন উনগাব। ২০১৬ সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শুরু করা মাদকযুদ্ধে দেশটিতে অসংখ্য সহিংসতা হয়েছে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি সন্দেহভাজন। অমীমাংসিত থেকে গেছে ২৩ হাজার ৫০০ হত্যা মামলা।
×