ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় দুর্বৃত্তদের হাতে মৎস্য খামারের নৈশ প্রহরী খুন

প্রকাশিত: ০৭:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৮

ভালুকায় দুর্বৃত্তদের হাতে মৎস্য খামারের নৈশ প্রহরী খুন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩ সেপ্টেম্বর ॥ ভালুকা উপজেলার পুরুড়া গ্রামে রবিবার রাতে একটি মৎস্য খামারে নৈশ প্রহরী হাতেম আলী (৫৫) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। তিনি পুরুড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। জানা গেছে, পুরুড়া গ্রামের নামানধারা বিলে ওই গ্রামের কাজল, সোহরাব ও রাসেল মিয়ার মাছের খামারে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন হাতেম আলী। ঘটনার রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে মৎস্য খামারে পাহারা দিতে বের হয়ে যান। এ সময় দুর্বৃত্তরা বিলের একটি ধানক্ষেতে হাতেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখে কুপিয়ে নৃশংসভাবে খুন করে লাশ ফেলে রেখে যায়। রংপুরে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, নিখোঁজ থাকার একদিন পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে রংমিস্ত্রি নজমুল (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর জগদীশপুর সর্দারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজমুল ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। রংপুর সদর থানার ওসি জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে। সকালে এলাকার লোকজন ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জামালপুরে বিদ্যুত মিস্ত্রি নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈইরবাড়ী গ্রামের ধানক্ষেত থেকে সোমবার সকালে চান মিয়া (৪২) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। চান মিয়া ওই ইউনিয়নের পৈইরবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে। জানা গেছে, পৈইরবাড়ী গ্রামের বিদ্যুত মিস্ত্রি চান মিয়া রবিবার রাতে নিখোঁজ হন। রাতে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সোমবার ভোরে স্থানীয়রা তার বাড়ির কাছেই একটি ধানক্ষেতে এক ব্যক্তিকে মাটিতে উপুর হয়ে পড়ে থাকতে দেখে। পরে চান মিয়ার পরিবারের লোকজনরা তাকে মৃত অবস্থায় শনাক্ত করে।
×