ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লালবাগে অভিযান, চার শ’ কেজি পলিথিন জব্দ

প্রকাশিত: ০৫:২৮, ৩০ আগস্ট ২০১৮

লালবাগে অভিযান, চার শ’ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে ৪০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত এ পলিথিন তৈরির দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে লালবাগ থানার ইসলামবাগ এলাকার মোঃ আতিকুল ইসলামের পলিথিন তৈরির দু’টি কারখানা থেকে ৪০০ কেজি পলিথিন ও কাঁচামাল (পলিমার) জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দু’টিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এরই মধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
×