ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনুন ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৫:২৯, ২৯ আগস্ট ২০১৮

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনুন ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহনে নৈরাজ্য দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির নেতারা এ দাবি জানান। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বিবৃতিতে বলেন, সড়ক ও পরিবহনে নৈরাজ্য অব্যাহত থাকা, বাস থেকে ফেলে যাত্রী হত্যা এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে তারা বলেন, সড়ক পরিবহনে নৈরাজ্যিক অবস্থার কোন পরিবর্তন ঘটেনি, বরং তার বিস্তৃতি ঘটেছে। পরিবহন কর্মীদের দ্বারা যাত্রীদের ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করা, নারী লাঞ্ছনার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সড়ক কর্তৃপক্ষ তাদের পরিসংখ্যানে দুর্ঘটনার হার কমেছে বলে দাবি করলেও প্রকৃত সত্য হচ্ছে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নিরাপদ করার প্রধানমন্ত্রীর ৫ দফা নির্দেশনাও কোন কাজে লাগছে না। বিবৃতিতে তারা বলেন, সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক’ দাবিতে চলা সপ্তাহব্যাপী স্বতঃস্ফূর্ত আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সড়ক ব্যবস্থাপনায় নৈরাজ্য ও ত্রুটিসমূহ কি পরিমাণে বিদ্যমান। সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান নৈরাজ্য ও ত্রুটি না সারালে অবস্থার কোন পরিবর্তন হবে না তা ‘সড়ক পরিবহন’ সংশ্লিষ্ট সকল পক্ষ বা অংশীদারকে অনুধাবন করতে হবে। বিবৃতিতে তারা বলেন, পরিবহন একটি জরুরী প্রয়োজনীয় সেবা খাত। এই খাতে বিনিয়োগকারী উদ্যোক্তাদের উগ্র মুনাফা প্রতিযোগিতার মনোবৃত্তি থেকে বেরিয়ে এসে সেবার মানসিকতা হিসেবে নিতে হবে। তারা আরও বলেন, পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচী গ্রহণ করা, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, মজুরি ও বিশ্রামের অধিকার নিশ্চিত হলে এই খাতে শৃঙ্খলা ফিরে আসবে।
×