ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি জড়িত ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৮, ২৬ আগস্ট ২০১৮

 ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি  জড়িত ॥  কাদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একুশে আগস্টের গ্রেনেড হামলায় হত্যাকান্ডের সঙ্গে বিএনপি জড়িত। এ সংক্রান্ত মামলার রায় হতে যাচ্ছে। হত্যাকারী যে বা যারাই হোক এবং যত প্রভাবশালী হোক-কেউ ক্ষমা পাবে না। বিচার হবে নিরপেক্ষ। বিচারে যারা দোষী সাব্যস্ত হবে-শাস্তি তাদের পেতেই হবে। শনিবার চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, গ্রেনেড হামলায় তৎকালীন হাওয়া ভবনের যে সংশ্লিষ্টতা রয়েছে তা সারাদেশ জানে। মন্ত্রী বলেন, ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে সংঘটিত গ্রেনেড হামলায় ২৪ জন প্রাণ হারায় এবং আহত হয় কয়েকশ। তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি কখনও এড়াতে পারে না। এ হামলায় প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংঘটিত এই হত্যাকান্ডে দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ প্রাণ নিভে গেছে। বিএনপি ছিল তখন ক্ষমতায়। হাওয়া ভবনে হামলার পরিকল্পনা যে হয়েছিল তা এখন গোপন কোন বিষয় নয়। এই হামলার সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র এবং দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আসামি। মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এই রায় ঘোষণা হওয়ার পর বিএনপি নতুন সঙ্কটে পড়বে বলে ইতোপূর্বে তার দেয়া বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি নেতাদের পক্ষে দাবি করা হয় মন্ত্রীর কথা রায়কে প্রভাবিত করবে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, হামলা ও হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত এর সিদ্ধান্ত নেবে কোর্ট। বিচারালয় স্বাধীন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাস্তবতার নিরিখেই রায় হবে। সেদিন যা ঘটেছিল এর নিরিখেই হবে। এখানে কারও কোন হস্তক্ষেপ নেই। রায়ে বিএনপির অনেকেই দোষী সাব্যস্ত হতে পারে- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, তারা যদি কনভিক্টেট হয় তাহলে তো অবশ্যই বলা যাবে আগামী নির্বাচনে তাদের অস্তিত্ব কিছুটা হলেও সঙ্কটের মুখে পড়বে।
×