ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্রে লাভ হবে না ॥ জনগণ ফের নৌকায় ভোট দেবে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৪:৪০, ২০ আগস্ট ২০১৮

  ষড়যন্ত্রে লাভ হবে  না ॥ জনগণ ফের নৌকায় ভোট দেবে ॥  হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগস্ট মাস এলেই ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু এ ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বহু ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র কিভাবে, কোথায় হচ্ছে, সব খবরই সরকারের কাছে আছে। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। সামনেই নির্বাচন। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ৯ বছরের অভূতপূর্ব উন্নয়ন দেখে আবারও নৌকা প্রতীকে ভোট দেবে। রবিবার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ কথাগুলো বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, এই নেতার বক্তব্যেই প্রমাণিত, তারা এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে যুক্ত রয়েছে। কেননা রিজভী আহমদই বলেছেন, সরকারের কর্মকান্ডেই নাকি এক-এগারোর পথ প্রশস্ত হচ্ছে। প্রকারান্তরে এটি ষড়যন্ত্র স্বীকার করে নেয়া। ড. হাছান মাহমুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে রাজনৈতিক প্রতিপক্ষ, যুদ্ধাপরাধী এবং স্বাধীনতাবিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয়ে হত্যার পথ বেছে নিয়েছিল। শেখ হাসিনাকেও দেশবিরোধী শক্তি জঙ্গী, সন্ত্রাসী গোষ্ঠীর মদদদাতা বিএনপি-জামায়াতসহ এক-এগারোর কুশিলবরা রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এ জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিএনপি নেতা রিজভী আহমেদের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মওদুদ আহমেদকে নাকি তার এলাকা নোয়াখালীতে অবরুদ্ধ রাখা হয়েছে। বস্তুতপক্ষে মওদুদ আহমেদ বেগম জিয়া এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্যই এই ‘অবরুদ্ধ নাটক’ সাজিয়েছেন। কেননা, মওদুদের ওপর দলটির শীর্ষ দুই নেতার আস্থা নেই। তাকে আইনজীবী প্যানেল থেকেও সরিয়ে নেয়া হয়েছে। বিএনপির এ নেতা নোয়াখালীতে নিজ এলাকায় গেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেখানে কোন পুলিশ নেই। তার নির্বাচনী এলাকায় বিএনপি কয়েক ভাগে বিভক্ত। তাদের মধ্যে দলাদলি আছে। এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়েল করতে তৎপর। সেটি আড়াল করতেই বিএনপি নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
×