ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রেন্টব্রিজে কোহলি-রাহানের প্রতিরোধ

প্রকাশিত: ০৭:০১, ১৯ আগস্ট ২০১৮

ট্রেন্টব্রিজে কোহলি-রাহানের প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজ বাঁচানোর টেস্ট সফরকারী ভারতের। শনিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে তৃতীয় টেস্টে নেমেছে বিরাট কোহলিরা। আগের দুই টেস্টে জেতা ইংল্যান্ড সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে সাফল্য পেলেও দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন অধিনায়ক কোহলি ও রাহানে। তাদের জোড়া অর্ধশতকে চা বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৮৯ রান তুলে বেশ ভাল অবস্থানেই আছে ভারত। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। তবে ক্রিস ওকস প্রথম আঘাত হেনে ফিরিয়ে দেন ৬৫ বলে ৩৫ রান করা ধাওয়ানকে। ফিরতি ওভারে এসে আবার রাহুলকেও (২৫) সাজঘরে ফিরিয়ে ভারতকে বিপদে ফেলেন ওকস। ওয়ানডাউনে নেমে চেতেশ্বর পুজারা সুবিধা করতে পারেননি। মাত্র ১৪ রান করেই ওকসের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। এরপরই চা বিরতি হয়। দলীয় ৮২ রানে ৩ টপঅর্ডারকে হারিয়ে বিপদে পড়লে ভারতের ইনিংসে হাল ধরেন কোহলি ও রাহানে। তারা টানা দুইঘণ্টা উইকেটে থেকে তৃতীয় উইকেটে ১০৭ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। উভয়ে অর্ধশতক হাঁকান। চা বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৮৯ রান তুলে বেশ ভাল অবস্থানেই আছে সফরকারী ভারত। কোহলি ৯১ বলে ৬ চারে ৫১ এবং রাহানে ৯৬ বলে ৭ চারে ৫৩ রানে ব্যাট করছেন।
×