ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত ॥ রিজভী

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ আগস্ট ২০১৮

খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ঈদের আগেই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অপর এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। রিজভী বলেন, সরকার দেশের রাজনীতিকে প্রতিহিংসাপরায়ণ ও সংঘাতময় করে তুলেছে। খালেদা জিয়া সরকারের অন্যায় আর জুলুমের শিকার। তাকে সব অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি অসুস্থ হওয়ার পরও সুচিকিৎসা না দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলাগুলো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ‘বাংলাদেশ এখন জুলুমের গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।’ রিজভী বলেন, আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে উম্মাদ হয়ে পড়েছে। জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া জনসমর্থনহীন সরকার প্রধানের চক্ষুশুল। তাই খালেদা জিয়ার নামে বানোয়াট মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। সাজা দিয়ে বন্দী করা হয়েছে তাকে। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে জনপদের পর জনপদে অসংখ্য মামলা এবং সেই মামলায় হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে গ্রেফতার করা হচ্ছে। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
×