ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চবি ভিসির সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৫:০৪, ১৪ আগস্ট ২০১৮

 চবি ভিসির সঙ্গে   চীনা প্রতিনিধি  দলের সাক্ষাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চীনের সাউথইস্ট ইউনিভার্সিটির আর্কিটেকচারাল ডিজাইন এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল। এ সময় উভয়পক্ষ উচ্চ শিক্ষা-গবেষণা উন্নয়নে ইউনেস্কোর সহায়তায় যৌথ গবেষণা কর্ম পরিচালনার লক্ষ্যে সমঝোতায় উপনীত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারেও তারা একমত হন। সোমবার চবি জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, চীনের সাউথইস্ট ইউনিভার্সিটির এই প্রতিনিধি দলে ছিলেন আর্কিটেকচারাল ডিজাইন এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ঝাও সাওদি, প্রফেসর ডং উই প্রমুখ। চবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং পালি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জ্ঞানরত্ন ভিক্ষু। চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
×