ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৩:৫৫, ১৩ আগস্ট ২০১৮

 মাদারীপুরে যুবলীগের  দুই নেতাকে  কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ আগস্ট ॥ যুবলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শহরের মিলন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মাদারীপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজীব মাহমুদ কাওসারের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় যুবলীগ কর্মী রেজওয়ান ইসলাম রেন্টু বাধা দেয়। এতে কাওসার ও রেন্টু দুজনই গুরুতর আহত হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত রেন্টুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজীব মাহমুদ বলেন, আমাদের রাজনৈতিক ভিতরগত একটি সমস্যা চলছে। রাজনৈতিক ইন্ধনের কারণেই আমাদের টার্গেট করে এই হামলা চালিয়েছে রাজনীতিতে সদ্য অনুপ্রবেশকারী কিছু নেতা। আমাদের ওপর এমন অতর্কিত হামলা যারা চালিয়েছে আমরা তাদের বিচার চাই। মাদারীপুর সদর থানা পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×