ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে রাস্তা অবৈধ দখলে ॥ যানজটে নাকাল এলাকাবাসী

প্রকাশিত: ০৬:৫১, ৬ আগস্ট ২০১৮

 মীরসরাইয়ে রাস্তা অবৈধ দখলে ॥ যানজটে নাকাল এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৫ জুলাই ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজারের ফুটপাথ ও রাস্তা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ এবং যত্রতত্র বাজার বসানোর অভিযোগ পাওয়া গেছে। রাস্তার পাশে সারি সারি দোকানঘর নির্মাণ, বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান বসানো এবং রাস্তার দু’পাশে সারি সারি সিএনজি অটোরিক্সার দাঁড়িয়ে থাকার কারণে নিত্য যানজটে নাকাল এলাকাবাসী। স্থানীয় প্রভাবশালীরা এসব জায়গা দখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী থেকে শুরু করে বিভিন শ্রেণী-পেশার মানুষকে প্রতিনিয়ত যানজটের শিকার হতে হচ্ছে। যানজটের ফলে জনগুরুত্বপূর্ণ জোরারগঞ্জ বাজারের ওপর দিয়ে চলাচলকারী চয়েস ও উত্তরা বাস সার্ভিস বন্ধ রয়েছে। ফলে ব্যবসায়ী, রোগীসহ সাধারণ যাত্রীকে পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জোরারগঞ্জ বাজারে অপ্রশস্ত রাস্তা, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা ও ফুটপাথ দখল করে হাট-বাজার, অবৈধ স্থাপনা নির্মাণ, দোকান-পাট বসানো, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা, রাস্তায় যত্রতত্র সিএনজি অটোরিক্সা, ব্যাটারিচালিত রিক্সা থামিয়ে যাত্রী ওঠানামা করায় নিত্য যানজট লেগেই আছে। ফুটপাথ বেদখল করে স্থাপনা নির্মাণ ও মালামাল রাখায় এবং সিএনজি অটোরিক্সা যত্রতত্র রাখায় বাজারে জনচলাচলে বেড়েছে জনদুর্ভোগ। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী শ্যামল দেওয়ানজী ও শফিকুল হক বলেন, জোরারগঞ্জ বাজারের সড়ক ও ফুটপাথ দখল করে অবৈধভাবে দোকানঘর, নির্মাণ, ভ্রাম্যমাণ কাঁচাবাজার বসানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং যত্রতত্র সিএনজি অটোরিক্সা দাঁড়ানোর কারণে প্রতিদিন যানজটের কবলে পড়ে সাধারণ যাত্রীরা। ফলে অনেক ক্রেতা এই বাজারে না আসায় ধীরে ধীরে কমে যাচ্ছে বিক্রির পরিমাণ। এসব অবৈধ স্থাপনা শীঘ্রই উচ্ছেদ করে যান চলাচলে বিঘ্নতা নিরসন করার জোর দাবি জানান তারা।
×