ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবহার ভেদে ব্যাগ

প্রকাশিত: ০৬:৪২, ৬ আগস্ট ২০১৮

 ব্যবহার ভেদে ব্যাগ

মেয়েদের নিত্যদিনের সঙ্গী ব্যাগ। যে কোন সিজনে, যে কোন অনুষ্ঠানে, যে কোন জায়গায় গেলে ড্রেস আর জুতার পরেই সবচেয়ে ইম্পরট্যান্ট এলিমেন্ট হলো একটা মানানসই ব্যাগ। যেনতেন রকম কোন ব্যাগ না, ব্যাগ নির্বাচন করতে হবে প্রয়োজন বুঝে, নিজের গেটআপ ও কোথায় যাচ্ছেন তার ওপর নির্ভর করে। অনেকেই খুব কনফিউজড থাকেন কোন ধরনের অনুষ্ঠানে কোন ব্যাগ নিবেন তা নিয়ে। দেখে নিন কোন ব্যাগের কি নাম এবং আপনি কোন ধরনের পোশাকের সঙ্গে কোন ব্যাগটি নিতে পারেন। স্যাচেল ব্যাগ স্যাচেল ব্যাগ হল সবেচেয়ে বেশি ব্যবহৃত হ্যান্ডব্যাগ। আমরা সচরাচর মিডিয়াম থেকে বড় সাইজের উপরে হাতলওয়ালা যেসব ব্যাগ ব্যবহার করি যাতে নিত্য প্রয়োজনীয় সবকিছু ধরে, সেগুলোই স্যাচেল ব্যাগ। এগুলোর তলা সাধারণত ফ্ল্যাট হয় এবং দুটি ছোট হাতল অথবা একটা লম্বা বেল্ট থাকে। এসব ব্যাগ কেনার সময় নিউট্রাল কালার যেমন লেদার এর মধ্যে কালো অথবা ডিপ ব্রাউন কালারের ব্যাগ চুজ করা উচিত। সাদা বা বেইজ (অফ হোয়াইট) জাতীয় হালকা কালার এ্যাভয়েড করা উচিত কারণ এগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। খুব বেশি লোগো বা মেটালওয়ালা ডিজাইনের ব্যাগ এ্যাভয়েড করাই বেটার। যেহেতু এই ব্যাগগুলোর বিভিন্ন রকম সাইজ হয়, তাই অনেকেই কলেজ, ভার্সিটি, অফিসে ব্যবহার করে থাকে। ব্যাকপ্যাক যেসব ব্যাগের ডাবল হ্যান্ডেল থাকে এবং তা কাঁধে বহন করা যায় ঐগুলোকে আমরা ব্যাকপ্যাক নামে চিনি। ছোটবেলায় স্কুলে এই ব্যাগ নেয়ার প্রচলন থাকলেও আজকাল অনেকেই ভার্সিটি/অফিসেও এই ব্যাগ ব্যবহার করেন। এই ব্যাগগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এতে অনেক স্পেস থাকে। তাই অনেক কিছু ক্যারি করা যায়। ২ কাঁধে বহন করায় ব্যাগের মূল ভার পিঠের উপর ছড়িয়ে যায়, তাই ব্যাগ ক্যারি করতে কষ্ট কম হয়। ব্যাকপ্যাকে বইখাতা, ল্যাপটপ, কাপড়চোপড় ইত্যাদি সবই ক্যারি করা যায়। এজন্য এখন এটা অনেক পপুলারিটি পেয়েছে। এছাড়াও এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাকপ্যাক অ্যাভেইলেবল। বাকেট ব্যাগ এই ব্যাগগুলোর শেইপ অনেকটা বাকেটের মতো, তাই এই নাম। এগুলো সাধারণত চ্যাপ্টা তলের ও খোলা মুখের বড় হাতল/বেল্ট ওয়ালা ব্যাগ। কামিজের সঙ্গে এই ব্যাগ ক্যারি করা মানানসই। এই ব্যাগ সাধারণত মিডিয়াম সাইজের হয়ে থাকে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস সহজেই ক্যারি করা যায়। ব্যাগেট ব্যাগ এই ব্যাগগুলো চওড়ায় একটু বেশি কিন্তু লম্বায় ছোট হয়। ক্যাজুয়াল ডেইলি ইউজের জন্য এই ব্যাগ পারফেক্ট। যে কোন পার্টি, ওয়েডিং বা ফাংশনে শাড়ি, কামিজ, ওয়েস্টার্ন সব ধরনের ড্রেসের সঙ্গেই এই ব্যাগ নেয়া যায়। এগুলো সাইজে বেশি বড় হয় না তাই শুধু একদম প্রয়োজনীয় টুকিটাকি জিনিস যেমন ফোন, লিপস্টিক, টাকা, একটা মিরর আর চিরুনি নেয়া যাবে। ক্লাচ ব্যাগ/পার্স ক্লাচ ব্যাগ ছোট কিন্তু লম্বা হয়। দেখতে আয়তাকার ও হাতলবিহীন। হাতে ক্যারি করতে হয় তাই এর নাম ক্লাচ ব্যাগ। এই ব্যাগ সব বিয়ের আসরেই কনের হাতে দেখা যায়। ক্লাচ ব্যাগ সিম্পল অথবা গর্জিয়াস দুরকমই হয়। তাই বিয়ে বা যে কোন পার্টিতে শাড়ি, গাউন, কামিজের সঙ্গে ক্লাচ ব্যাগ ক্যারি করতে দেখা যায়। এই ব্যাগে জায়গা খুব কম। তাই একটা ফোন, লিপস্টিক আর টাকা ছাড়া কিছু রাখা যায় না। ডাফেল ব্যাগ ডাফেল ব্যাগ সাইজে বেশ বড় হয়। এগুলো সাধারণত ট্র্যাভেল বা স্পোর্টসের কাজে ব্যবহৃত হয়। এটায় অনেক জায়গা থাকে বিধায় কাপড়চোপড়, জুতা ও ভ্রমণের অন্যান্য আইটেম নেয়া যায়। যারা রেগুলার জিমে গিয়ে এক্সারসাইজ করে তারা এটায় এক্সট্রা কাপড় ক্যারি করেন। যারা স্পোর্টস করেন, তারা জার্সি, খেলার সামগ্রী ক্যারি করেন এটায়। ম্যাসেঞ্জার ব্যাগ ম্যাসেঞ্জার ব্যাগে লম্বা স্ট্র্যাপ থাকে যার সাহায্যে এটা কাঁধে ঝুলিয়ে নেয়া যায়। অনেকেই এই ব্যাগ বুকের ওপর দিয়ে আড়াআড়িভাবে এক পাশে ঝুলিয়ে ক্যারি করেন। এই ব্যাগ ছাত্রছাত্রীদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। ছোট থেকে মাঝারি সাইজ পর্যন্ত হয়ে থাকে এগুলো। অল্প কিছু জিনিস যেমন ২/৩ টি বই-খাতা, ছাতা, পানির বোতল ইত্যাদি ক্যারি করা যায় এগুলোতে। সাধারণত কামিজ ও ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে এই ব্যাগ নেয়া মানায়। টোট ব্যাগ টোট ব্যাগ সবচেয়ে বহুল ব্যবহৃত ও কমন ব্যাগ। মিডিয়াম থেকে বড় সাইজের এই ব্যাগগুলোয় দুটি ছোট স্ট্র্যাপ বা হাতল থাকে। সব মেয়েদের কাছেই টোট ব্যাগ থাকে। স্পেশালি চাকরিজীবী নারীদের কাছে এই ব্যাগ খুবই জনপ্রিয়। কারণ এতে অনেক স্পেস থাকে এবং একসঙ্গে অনেক কিছু ক্যারি করা যায়। শাড়ি, কামিজ, ওয়েস্টার্ন সব ধরনের ড্রেসের সঙ্গে এই ব্যাগ ক্যারি করা যায়। ফ্যাশনেবল ডিজাইনের টোট ব্যাগ যে কোন প্রোগ্রামেও ব্যবহার করা যায়। ফ্রেমড ব্যাগ যেসব ব্যাগ এর ওপরের পাশ এবং ২ সাইড মেটাল ফ্রেম দিয়ে আটকানো থাকে ঐগুলোকেই ফ্রেমড ব্যাগ বলে। ফ্রেমড ব্যাগ খালি অবস্থায়ও বেশ ভারি হয় এর মেটাল ফ্রেমের কারণে। তাই রেগুলার ইউজের জন্য এটা কমফরটেবল না। আবার এটা হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বলে এটাকে ফ্ল্যাট করে শুইয়ে ক্যারি করা যায় না। ফ্রেমড পার্স ও বেশ জনপ্রিয় বিশেষ করে ব্রাইডাল ও পার্টি গেটাপের সঙ্গে। ফ্রেমড ব্যাগ মাঝারি সাইজের হয় এবং একসঙ্গে অনেক কিছু ক্যারি করা যায়। এবার নিশ্চই বুঝতে পারবেন কোন এ্যাকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? ব্যাগের ডিজাইন, ম্যাটেরিয়াল এবং স্পেস অনুযায়ী ব্যাগের দাম নির্ভর করবে- হোক সে ব্র্যান্ডেড বা হোক লোকাল মেড। ব্যাগ : কে ক্রাফট মডেল : রামিসা, ছবি : রাকিব
×