ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বিস্ফোরক ও বিদেশী পিস্তলসহ ৩ জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৭:০৮, ৫ আগস্ট ২০১৮

কুড়িগ্রামে বিস্ফোরক ও বিদেশী পিস্তলসহ ৩ জেএমবি জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ও বগুড়া অফিস ॥ কুড়িগ্রামের ঢুসমারা থানা এলাকার দুর্গম দিয়ারারচরের জঙ্গী আস্তানা থেকে বিদেশী পিস্তল, বিপুল বিস্ফোরক ও সালফিউরিক এসিডসহ জেএমবির তিন জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের ওই অভিযানে গ্রেফতারকৃতরা হলো পুরাতন জেএমবির কুড়িগ্রামের ইছাবা (সামরিক) প্রধান তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া (৩০), রাজীবপুর শাখার ইছাবা সদস্য রফিকুল ইসলাম (৩০) ও দাওয়াহ সদস্য আব্দুল হামিদ (৫৫)। উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে অন্তত ৩০টি গ্রেনেড তৈরি সম্ভব বলে পুলিশ জানায়। শনিবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলা পুলিশের সহায়তায় গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটি জঙ্গী আস্তানা হিসেবে ব্যবহার হচ্ছিল। দিয়ারারচরের কৌনাইছাপাড় গ্রামের ওই আস্তানায় জঙ্গীরা গোপন বৈঠক করছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, কাচের বোতলে রাখা সালফিউরিক এসিড ও দুটি প্লাস্টিকের কৌটায় এক কেজি শক্তিশালী বিস্ফোরক পাওয়া যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, দুর্গম চরের ওই জঙ্গী আস্তানায় পুরাতন জেএমবির জঙ্গীরা বড় ধরনের নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। অভিযানের সময় আরও পাঁচ জঙ্গী সেখানে ছিল। কিন্তু তারা পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। কুড়িগ্রামে হস্তান্তর ॥ ব্রহ্মপুত্র নদের দুর্গম চর থেকে আটক তিন জেএমবিকে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ রুহানী পিপিএমের কাছে হস্তান্তর করেছে বগুড়ার ডিবি পুলিশ। শনিবার বিকেল পাঁচটায় তাদের হস্তান্তর করা হয়। এ বিষয়ে বগুড়া গোয়েন্দা শাখার এসআই ফিরোজ সরকার একটি এজাহার দায়ের করে আটককৃতদের কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে ঢুষমারা ওসির কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
×