ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গে ওয়ার্কার্স পার্টির একাত্মতা

প্রকাশিত: ০৭:০৮, ৫ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গে ওয়ার্কার্স পার্টির একাত্মতা

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে যৌক্তিক সব দাবি সরকার মেনে নেয়ায় শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে দলটি। শনিবার পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের মিন্টু রোডের বাসভবনে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়। সভায় বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, ড. সুশান্ত দাস, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, দেশে সড়ক পরিবহনের ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা বিরাজ করছে। নিরাপদ সড়কের দাবিতে গত কয়েক দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন সেটির বিরুদ্ধে বিক্ষোভের বহির্প্রকাশ। দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে মালিক-শ্রমিক সিন্ডিকেট তাদের অপকর্ম সাধন করতে জনগণ এমনকি সরকারকেও জিম্মি করে রেখেছে। শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে যে মাঠে নেমেছে এবং নয় দফা দাবি তুলে ধরেছে তার যৌক্তিকতা সবাই স্বীকার করেন। ইতোমধ্যে সরকার সেসব দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নও শুরু করেছে। এরপর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাবেন, স্বাভাবিকভাবে সবাই এটাই আশা করেন। কারণ এই আন্দোলনকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার জন্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একে কাজে লাগাতে চেষ্টা করছে। এর ফলে শিক্ষার্থীদের এই আন্দোলন জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছিল তা হারাবে। একই সঙ্গে আন্দোলনের ন্যায্যতাও হারাবে। সভার প্রস্তাবে উদ্বেগ জানিয়ে বলা হয়, ইতোমধ্যে শিক্ষার্থীদের ছদ্মবেশে তাদের পোশাক ও আইডি কার্ড বানিয়ে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শিক্ষার্থীদের সঙ্গে মিশে বিভিন্নভাবে প্ররোচিত করছে।
×