ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়ক দাবিতে উত্তাল সারাদেশ ॥ বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৯, ৩ আগস্ট ২০১৮

নিরাপদ সড়ক দাবিতে উত্তাল সারাদেশ ॥ বিক্ষোভ মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক দাবিতে উত্তাল হয়ে পড়েছে পুরো দেশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন স্থানে। তারা সড়কে অবস্থান নিয়ে নানা সেøাগান দেয়। বৃহস্পতিবার এসব কর্মসূচী পালন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি, আবহাওয়াও বৈরি। কিন্তু তারপরও আটকানো যায়নি স্কুল-কলেজের শিক্ষার্থীদের। নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে জড়ো হতে থাকে ছাত্রছাত্রীরা। একপর্যায়ে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে অচল হয়ে পড়ে নগরীর সড়কগুলো। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্রও পরীক্ষা করতে শুরু করে। সব ঠিক থাকলে ‘ওকে’ লিখে গাড়ি ছেড়ে দেয়া হয়। আর লাইসেন্স না থাকলে ‘ভুয়া’ চিহ্নিত করে একপাশে দাঁড় করিয়ে রাখা হয়। সড়কের ব্যস্ততম জায়গায় এ ধরনের তৎপরতার ফলে পুরো নগরীতে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। বৃহস্পতিবার শিক্ষার্থীরা অবস্থান নেয় মহানগরীর জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার, টাইগার পাসসহ বিভিন্ন স্থানে। স্কুল ছুটি থাকলেও তারা ইউনিফর্ম পরেই এই কর্মসূচীতে অংশ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল। কিন্তু কোন ধরনের দমনপীড়নে না গিয়ে শিক্ষার্থীদের বোঝাবার চেষ্টা করেন। সড়কে যানজটের কারণে ভোগান্তির বিষয়টি জানিয়ে ছাত্রছাত্রীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। মাঝেমধ্যে থেমে থেমে কিছু যানবাহন চলতে দেয়া হয়। তবে কাগজপত্র পরীক্ষার কাজটি যথারীতি চালিয়ে যায় শিক্ষার্থীরা। সড়কের স্থানে স্থানে ছাত্রছাত্রীদের অবস্থান এবং কাগজপত্র পরীক্ষার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক যানবাহন বিশেষ করে যেগুলোর কাগজপত্র ঠিক নেই সেগুলো রাস্তায় তেমন বের হয়নি। এর কারণে বৃহস্পতিবার সড়কে যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় কম। ফলে সপ্তাহের শেষদিনে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তবে কষ্ট থাকলেও শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিও দেখা যায়। সিএমপির কোতোয়ালি থানার ওসি মোঃ মহসিন জানান, তারা শিশু কিশোরদের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। অনেকটা বোঝাতে সক্ষম হয়েছেন যে, যানবাহন চলাচল না করলে সাধারণ মানুষের দুর্ভোগ। নগরীর কোথাও পুলিশ কোন ধরনের দমনে যায়নি বলে তিনি জানান। পুলিশের উচ্চপর্যায় থেকেও শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল থাকার নির্দেশনা রয়েছে। খুলনা ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে, ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিসহ নিরপাদ সড়কের ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার খুলনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। জেনারেল স্টুডেন্ট ফোরামের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দুপুর ১২টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড় চত্বরে জড়ো হতে থাকেন। পরে দুপুর দেড়টার দিকে সচেতন ছাত্র সমাজের ব্যানারে আরও শিক্ষার্থী এসে এই কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে। খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বিভিন্ন কলেজ, বেসরকারী বিশ্ববিদ্যালয় ও স্কুলের শত শত ছাত্রছাত্রী শিববাড়ি মোড় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় তারা বিভিন্ন সেøাগান দেয় এবং কিছু শিক্ষার্থী বক্তব্য রাখেন। বিকেল চারটা পর্যন্ত তাদের কর্মসূচী চলে। এ সময় শিববাড়ি মোড় থেকে বিভিন্ন মুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। দিনের কর্মসূচী শেষ করার আগে শিববাড়ি মোড় থেকে মিছিল বের করে কেডিএ এভিনিউ হয়ে ময়লাপোতা মোড় ঘুরে পুনরায় শিববাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। রাজশাহী ॥ নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে। বৃহস্পতিবার সকালে সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচী পালিত হয়। সড়কের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। আগের দিনের ঘোষণা অনুযায়ী, এদিন সকাল ১০টার দিকেই জিরো পয়েন্টের রাস্তায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয় নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টসহ আশপাশের সড়কগুলোতে। একই দাবিতে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানান মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা। রংপুর ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার ও নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি আদায়ে এবার রাজপথে নেমেছে রংপুরের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশী বাধা উপক্ষো করে নগরীর বিভিন্ন পয়েন্টে কয়েক দফায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তারা। এ সময় মেডিক্যাল মোড় এলাকায় একটি বাস ও ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন চালকদের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখে। এ সময় রংপুর-ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুই ঘণ্টারও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। মির্জাপুর ॥ নিরাপদ সড়কের দাবিতে মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা কুমুদিনী হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে র‌্যালি ও মানববন্ধন করেছেন। ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার বিকেলে এ র‌্যালি ও মানববন্ধন করেন তারা। শাবি ॥ বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’র ব্যানারে বিভিন্ন বিভাগের প্রায় দেড় সহ¯্রাধিক শিক্ষার্থী। প্রায় এক ঘণ্টা মানববন্ধন করে বিক্ষোভ মিছিল বের করে তিন কিলোমিটার মদিনা মার্কেট এলাকা ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হন তারা। বরিশাল ॥ ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারসহ ৯ দফা দাবি আদায়ে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচীতে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী মডেল কলেজ, ইনফ্রা পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মাগুরা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, চট্টগ্রামের পটিয়া, হবিগঞ্জ, বগুড়া, বরগুনা, গাজীপুরের টঙ্গী, নাটোর, পটুয়াখালী, ভোলা, কেরানীগঞ্জ, নওগাঁ, জামালপুর, নরসিংদী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, নীলফামারী, পাবনা, মাদারীপুর, ঝালকাঠি ও সিলেটে সড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করতে থাকে। চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ॥ বৃহস্পতিবার সকাল দশটা থেকে কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। এসময় চাষাঢ়া পয়েন্টে দাঁড়িয়ে থাকা এবং রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে শিক্ষার্থীরা।
×