ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুত লাইনের স্ফুলিঙ্গের আগুনে ঝলসে নারী শ্র্র্রমিক নিহত

প্রকাশিত: ০৭:০১, ২ আগস্ট ২০১৮

বিদ্যুত লাইনের স্ফুলিঙ্গের আগুনে ঝলসে নারী শ্র্র্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি গার্মেন্টস কারখানায় সানজিদা আক্তার মুন্নী (১৫) নামে এক শ্রমিক ১৩২ কেভি বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গের আগুনে ঝলসে নিহত হয়েছে। এ ঘটনায় সোভা আক্তার (১৫) নামে আরেক শ্র্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বধুবার বেলা পৌনে ২টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের মালিকাধীন ভবনে অবস্থিত সততা প্রিন্টিং নামে কারখানায়। কারখানাটি মালিক শাহজাহান। তিনি ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। জানা গেছে, সানজিদা আক্তার মুন্নী ও শোভা আক্তার দুপুরের খাবার খাওয়ার সময় ভবনের ছাদে ওঠে। এ সময় ১৩২ কেভি সিদ্ধিরগঞ্জ-উলুন-১ বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের স্পার্কের (স্ফুলিঙ্গের) আগুনে মুন্নীর সারা শরীরের ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই মুন্নী মারা যায়। একই ঘটনায় আরেক শ্রমিক শোভা গুরুতর আহত হয়। তাকে নগরীর খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতলে ভর্তি করা হয়েছে। সততা প্রিন্টিং কারখানার সুপারভাইজর মোফাজ্জল হোসেন জানান, দুপুরের খাবারের সময় একটি বিকট শব্দ পাই। পরে ছাদে গিয়ে দেখি মুন্নীর সারা শরীর ঝলসানো। সে ঘটনাস্থলে মারা যায়। ছাত্রী লাঞ্ছিতের প্রতিবাদে স্কুল ঘেরাও স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিক্ষার্থীদের সরকারের দেয়া উপবৃত্তির অর্থ পাইয়ে দেয়ার নামে ছয়শ করে টাকা ঘুষ নেয়া ও প্রাইভেট না পড়ায় এক ছাত্রীকে শিক্ষক কর্তৃক থাপ্পর মারার অভিযোগে বুধবার অভিভাবকরা ঘেরাও করে ডিমলা উপজেলার ছাতনাই কলোনী উচ্চ বিদ্যালয়। এ সময় অবরুদ্ধ হয়ে পড়ে শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। দুপুর ১২টা হতে ঘণ্টাকালব্যাপী এই ঘেরাও নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে তা স্থানীয় নেতাদের হস্তক্ষেপে সমাধান করা হয়।
×