ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি ও এক সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৬:১৪, ২ আগস্ট ২০১৮

বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি ও এক সন্ত্রাসী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি ও এক সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে রাজশাহী ও নাটোরে দুই মাদক কারবারি এবং ঢাকার কেরানীগঞ্জে এক সন্ত্রাসী নিহত হয়। এসব ঘটনায় চার র‌্যাব সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, রাজশাহীর বেলপুকুর থানার তাড়াশ এলাকায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ফেনসিডিল, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র‌্যাব। এ সময় মাদক কারবারিরা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক মাদক কারবারির মৃত্যু হয়। পরে জানা যায়, তার নাম আব্দুর রশিদ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চোরাচালানসহ ১৭টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। নাটোর ॥ বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাবিল শেখ (৪৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাবিল শেখ চর গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল শেখের ছেলে। র‌্যাব-৫ সিপিসি ২ এর মেজর শিবলী মোস্তফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামে র‌্যাবের একটি টিম টহল দেয়ার সময় মহিষভাঙ্গা গ্রামের নির্জন একটি রাস্তায় কয়েকজন এক সঙ্গে জটলা থাকতে দেখে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের দিকে এগুতে গেলে তারা র‌্যাবকে লক্ষ করে গুলিবর্ষণ করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে কাবিল শেখ গুলিবিদ্ধ হয়ে মাঠের মধ্যে পড়ে যায় এবং অন্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত অবস্থায় কাবিল শেখকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত কাবিল শেখের বিরুদ্ধে থানায় ১২টি চোরাচালন অস্ত্র ও মাদক মামলা রয়েছে। কেরানীগঞ্জ ॥ রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মুনসুর আহমেদ মনির (৩৯) কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তারানগর ইউনিয়নের মনোহরিয়া ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোঃ রবিউল ইসলাম জানান, কেরানীগঞ্জের মনোহরিয়া ভাওয়াল এলাকায় একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে অন্যান্য সন্ত্রাসী পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মনিরকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×