ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে দুই নৈশ প্রহরী হত্যার ঘটনায় আটক সাত

প্রকাশিত: ০৬:২৯, ৩১ জুলাই ২০১৮

না’গঞ্জে দুই নৈশ প্রহরী হত্যার ঘটনায় আটক সাত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে দুই নৈশ প্রহরীকে হত্যা করে তিনটি ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোক্তার হোসেন, রনি হোসেন, রানা ফকির, জাহিদুল শরীফ, তাহিদুল, জসিম, মুন্না, শাওন রানা এবং আতিকুর রহমান। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার মধ্য রাত পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারি। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মঈনুল হক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মঈনুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জনই জোড়া খুন ও ডাকাতির ঘটনায় সশরীরে অংশগ্রহণ করেছে। অপর একজন লুণ্ঠিত ব্যাটারি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত ছিল। একই ডাকাত দলের সদস্যরা পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জের আরেক দোকানে ডাকাতি করে। এই দলে কমপক্ষে এগারো থেকে বারো জন সদস্য রয়েছে। তবে এই হত্যাকা- ও ডাকাতির ঘটনার সঙ্গে সাতজনের মধ্যে স্থানীয় একজন রয়েছে। চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৮ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে সংগঠনটির ৮ কর্মী। জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ বিজয় ও সিএফসির কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আহত হয় সিএফসি গ্রুপের রিংকু নামের এক কর্মী। এ ঘটনার জের ধরে এফ রহমান হলের সামনে আবারও সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি।
×