ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের ২১ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ জুলাই ২০১৮

বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের ২১ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ সাবেক বর্তমান মিলিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের ২১ ব্যক্তির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বর্হিগমন শাখায় চিঠি দিয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান এবং আমিনুজ্জামানের নাম রয়েছে। পেট্রোবাংলার তদন্ত প্রতিবেদনে সাবেক চার ব্যবস্থাপনা পরিচালকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এদের মধ্যে হাবিব উদ্দিনের বিদেশ ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছে। আর আগামী ১ আগস্ট মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক এসএম নূরুল আওরাঙ্গজেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
×