ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মোস্তফা রশিদী সুজার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:২০, ৩০ জুলাই ২০১৮

 মোস্তফা রশিদী সুজার  স্মৃতির প্রতি শ্রদ্ধা  প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের খুলনা জেলার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুজার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নির্দশন হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতা ও সংসদ সদস্যদের নিয়ে দলের পক্ষে কফিনে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। খবর বাসস’র। রাষ্ট্রপতির পক্ষে সুজার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্পীকার শিরীন শারমিন চৌধুরী কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে সুজার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে উত্তর প্লাজায় সুজার জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় সংসদের কর্মকর্তা ও কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ মসজিদের পেশ ইমাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। জাতীয় সংসদের সাবেক হুইপ সুজা বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবা মায়ের কবরের পাশে দাফন ॥ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস থেকে জানান, খুলনা-৪ (রূপসা-তেরখাদা ও দিঘলিয়া থানা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার নামাজে জানাজা রবিবার বাদ আছর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। জানাজায় মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের শোকার্ত মানুষের ঢল নামে। হাদিস পার্ক ছাপিয়ে মানুষ পার্শ্ববর্তী রাস্তায় অবস্থান নিয়ে প্রয়াত নেতার জানাজায় শরিক হন। পরে টুটপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার লাশের দাফন সম্পন্ন করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খুলনা-৪ অসনের এমপি এসএম মোস্তফা রশিদী সুজা। শনিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারযোগে তার মরদেহ খুলনায় আনা হয়। নেয়া হয় নগরীর টুটপাড়ার নিজ বাস ভবনে। এরপর বাদ জোহর টুটপাড়া আলহাজ মকবুল আহমেদ জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ আনা হয় দলীয় কার্যালয় চত্বরে। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তার কফিন নেয়া হয় শহীদ হাদিস পার্কে। সেখানে প্রশাসন, প্রশাসনের বিভিন্ন দফতর, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জনপ্রিয় এ নেতার প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত জানাজায় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, মরহুমের একমাত্র ছেলে এস.এম খালেদীন রশিদী সুকর্ন, পরিবারের অন্যান্য সদস্য, জেলা ও মহানগর আওয়ামী লীগ, পার্শ্ববর্তী বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, খুলনা মহানগর ও জেলা বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, সিপিবিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
×