ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাস থেকে লাফিয়ে পড়ে মৃত্যু

পেশাদার তদন্তকারী দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ॥ ডিআইজি

প্রকাশিত: ০৭:০৪, ২৯ জুলাই ২০১৮

পেশাদার তদন্তকারী দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ॥ ডিআইজি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৮ জুলাই ॥ ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগমের মৃত্যুর ঘটনাটি পেশাদার তদন্তকারী দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। শনিবার দুপুরে মির্জাপুর থানা পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, গত বছর মধুপুরে বাসে ধর্ষণের পর রুপা খাতুনকে হত্যা এবং সম্প্রতি মুন্সিগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার রহস্য পুলিশ সফলতার সঙ্গে উদ্ঘাটন করেছে। অন্যদিকে গোড়াই এলাকায় অবস্থিত নাসির গ্লাসওয়্যার ইন্ডাস্ট্রিজ ও মির্জাপুর সদরে অবস্থিত মা সিএনজি পাম্পের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বাসটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মির্জাপুর হাইওয়ে থানার এসআই আব্দুস ছামাদ জানিয়েছেন। পিরোজপুরে নবজাতক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৮ জুলাই ॥ পিরোজপুরের মাছিমপুর এলাকার কৃষ্ণনগর দুর্গামন্দির থেকে এক নবজাতক (মেয়ে) উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৩টার দিকে কান্না শুনে মন্দিরের সেবায়েত সবিতা রানী এ শিশুটিকে মন্দিরের সিঁড়ির ওপর দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দিলে রাতেই শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও ননী গোপাল রায় জানান, শিশুটির বয়স এক দিনের বেশি নয়। হাসপাতাল ও সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে শিশুটির সব ধরনের চিকিৎসাসেবা ও খাদ্যের ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা ভাল আছে। এর আগেও গত ৫ জুলাই পিরোজপুর বলেশ^র ব্রিজের ঢালের জঙ্গল থেকে আরও একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছিল। শিশুটিকে বরিশাল আগৈলঝড়া সোনামনি নিবাসে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
×