ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আজ ওয়ানডে সিরিজের ফয়সালা

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ জুলাই ২০১৮

 আজ ওয়ানডে সিরিজের ফয়সালা

মিথুন আশরাফ ॥ প্রথম ওয়ানডে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। যে দল জিতবে, সিরিজ তাদেরই হয়ে যাবে। তাতে সিরিজের ফয়সালা আজই হয়ে যাচ্ছে। টেস্ট সিরিজে হার হয়ে গেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জেতার সুযোগ আছে। প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৩ রানের আক্ষেপের হার না হলে সিরিজ এরইমধ্যে জেতা হয়ে যেত বাংলাদেশের। কিন্তু নাটকীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়। তাতে শেষ ম্যাচেই হচ্ছে সিরিজের ফয়সালা। সিরিজে ১-১ সমতা থাকায় আজ ম্যাচটিতে বাংলাদেশ জিতলেই সিরিজ বাংলাদেশের হয়ে যাবে। তা কি সম্ভব? দ্বিতীয় ওয়ানডেতে গায়ানায় জেতার এত কাছে গিয়েও পারেনি বাংলাদেশ। স্নায়ুচাপ নিতে পারেনি। শেষ মুহূর্তে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের ৪৯তম ওভারও শেষ হয়েছে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের হাতেই ছিল ম্যাচ। শেষ ওভারেই সব শেষ হয়ে যায়। হেরে যায় বাংলাদেশ। এই হার ক্রিকেটারদের মনেও আঘাত এনেছে নিশ্চয়ই। আত্মবিশ্বাসে খানিকটা হলেও চিড় ধরেছে। আত্মবিশ্বাস যদি আবার ফিরিয়ে এনে মাঠে না নামা যায়, তাহলে বিপদ বাংলাদেশেরই আসতে পারে। গায়ানায় বাংলাদেশ সবসময়ই ভাল খেলেছে। জিতেছেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ভাল খেলেছে। শুধু শেষে গিয়ে চাপ নিতে না পেরে হেরে গেছে। টেস্ট সিরিজের হতাশা ওয়ানডে সিরিজে যে দূর হয়েছে, তা স্পষ্ট। কিন্তু শেষ মুহূর্তে হারের জ্বালা ভুলে কি সেন্ট কিটসে নামতে পারবেন বাংলাদেশ ক্রিকেটাররা? গায়ানাতে অনেকটা বাংলাদেশের মতোই উইকেট মিলেছে। পেস আক্রমণে সুবিধা মিলেছে। স্পিনেও মিলেছে আবার ব্যাটিংটাও ভালভাবে করা গেছে। যদিও রান তোলা শুরুতে কষ্ট ছিল। কিন্তু ব্যাটসম্যান উইকেটে টিকে থাকলে রান করা সম্ভবও ছিল, তা বোঝাও গেছে। সেন্ট কিটসেও তাই। উইকেটে টিকে থাকতে পারলে রানও করা খুবই সম্ভব। ওয়ার্নার পার্কে যেমন ওয়ানডেতে ৩৭৭ রানের ইনিংস আছে। তেমনি ১২৯ রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে। বাংলাদেশ ব্যাটসম্যানদেরই তাই আসল কাজটি করে দিতে হবে। এ স্টেডিয়ামে এর আগে চারটি ম্যাচ খেলতে পেরেছে বাংলাদেশ। একটিতে জিতেছে। দুটিতে হেরেছে। একটি ম্যাচের রেজাল্ট হয়নি। তবে ওয়ানডেতে ২৪৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তা করেই আবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। তাতেই বোঝা যায়, রান করা কঠিন! আর এই কঠিন কাজটি বাংলাদেশ ব্যাটসম্যানরা করতে পারলে এবং বোলাররা যেভাবে দুই ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন, সেভাবে করতে পারলেই বাংলাদেশের জেতা হয়ে যেতে পারে। জিতলেই তো সিরিজ বাংলাদেশের মুঠোয় আসবে। দেখা যাক, এখন সিরিজ ফয়সালার দিনে সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা বাংলাদেশ।
×