ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ জুলাই ২০১৮

  দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই ॥ পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ জুলাই ॥ বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, স্বাধীনতা বাঙালী জাতির অহঙ্কারের অর্জন। এ অর্জনকে কোনভাবেই ম্লান হতে দেয়া যাবে না। আগামী প্রজন্মের শিশু-কিশোরদের মনে এ চেতনার বীজ প্রথিত করে দিতে হবে। তাদের প্রত্যেককে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনার সন্তান হিসেবে। আওয়ামী লীগের কর্মীরা স্বাধীনতার সন্তান। মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা বারবার নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তা হতে দেয়নি, দেবেও না। জীবন দিয়ে হলেও তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখতে হবে তোমরা প্রত্যেকে স্বাধীনতার সন্তান। শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক আরও বলেন, দেশ গঠনে কিংবা দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে তাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। এ জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দফতর সম্পাদক অনুপ কুমার মহন্ত, সহদফতর সম্পাদক আব্দুল জব্বার, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ। মন্ত্রী পরে বুড়িদহ বাজারের অদূরে সুজনসখী খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে জিও টেক্সটাইল ফিল্টার স্থাপন কাজের উদ্বোধন করেন।
×