ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো পদ্ধতি (এডব্লিউডি পদ্ধতি)

প্রকাশিত: ০৪:২০, ২৮ জুলাই ২০১৮

পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো  পদ্ধতি (এডব্লিউডি পদ্ধতি)

এই পদ্ধতিটি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যেমন : ম্যাজিক পাইপ বা জাদুর নল, পানি মাপার পাইপ, পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ইত্যাদি। প্রচলিত কাদা পদ্ধতির ধানের জমিতে দাঁড়ানো পানি না রেখে জমির প্রয়োজন অনুসারে পালাক্রমে ভেজানো ও শুকানোই হলো এডব্লিউডি পদ্ধতি। এই পদ্ধতিতে ধানের জমিতে সুবিধামত জায়গায় ছিদ্রযুক্ত একটি পাইপ বসিয়ে এর ভেতরে পানির অবস্থান সময়ে সময়ে পর্যবেক্ষণ করতে হয় এবং প্রয়োজন মতো সেচ দিতে হয়। এই পদ্ধতিতে ব্যবহারের জন্য ৭ থেকে ১০ সেমি ব্যাস বিশিষ্ট ৩০ সেমি লম্বা একটি প্লাস্টিক পাইপ খাঁড়াভাবে মাটিতে পুঁতে দিতে হবে যাতে করে ১০ সেমি মাটির উপরে এবং বাকি ২০ সেমি মাটির নিচে থাকে। মাটির নিচের অংশ ছিদ্রযুক্ত হবে কিন্তু উপরের অংশে কোন ছিদ্র থাকবে না। পাইপের দুই মুুখই খোলা থাকবে। মাটির নিচের অংশে ৫ থেকে ৮ সেমি পর পর ০.৫ সেমি ব্যাস বিশিষ্ট ছিদ্র থাকবে যাতে করে সহজে মাটির ভেতরের পানি পাইপে প্রবেশ করতে পারে আবার প্রয়োজনে বের হয়ে যেতে পারে। মূল জমিতে কাদা করে চারা রোপণের পর হতে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত জমিতে ২ থেকে ৪ সেমি দাঁড়ানো পানি রাখার ব্যবস্থা করতে হবে এবং তারপর পর্যবেক্ষণ পাইপের ভেতরের পানি কমতে কমতে মাটির লেভেল থেকে ১ থেকে ২০ সেমি নিচে নেমে গেলে অর্থাৎ পাইপের ভেতরের পানি শুকিয়ে গেলে পুনরায় এমনভাবে সেচ দিতে হবে যাতে দাঁড়ানো পানির পরিমাণ ৩ থেকে ৫ সেমি হয়। এই প্রক্রিয়া ধান গাছে ফুল আসা পর্যন্ত অব্যাহত থাকবে। ফুল আসার পর থেকে দুই সপ্তাহ জমিতে ৩ থেকে ৫ সেমি দাঁড়ানো পানি রাখতে হবে। এক সেচ থেকে পুনরায় সেচ দেওয়ার অবস্থায় আসতে মাটি ভেদে ৫ থেকে ৮ দিন সময় লাগবে। ফুল আসার পর্যায়ে যেন পানির ঘাটতি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। প্রচলিত পদ্ধতিতে বোরো মৌসুমে বাংলাদেশে গড়ে ১৩টি সেচ লাগে। তবে এডব্লিউডি পদ্ধতি অনুসরণ করলে সেচ সংখ্যা ৮ টিতে নামিয়ে আনা অর্থাৎ গড়ে ৫টি সেচ (৩৮%) সাশ্রয় করা যাবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সেচের পানি সাশ্রয় হবে, সেচের খরচ কমবে, অধিক জমি সেচের আওতায় আসবে, ধানের উৎপাদন বাড়বে, দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা। লেখক : কো-অর্ডিনেটর, কৃষি ও বীজ কর্মসূচী, সিসিডিবি, ঢাকা
×