ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংবর্ধনা অনুষ্ঠানে তিন জাতীয় অধ্যাপকের অনুভূতি

জাতীয় অধ্যাপক আমার সারাজীবনের শিক্ষকতার স্বীকৃতি

প্রকাশিত: ০৫:৩২, ২৭ জুলাই ২০১৮

  জাতীয় অধ্যাপক আমার সারাজীবনের শিক্ষকতার স্বীকৃতি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অধ্যাপক হওয়া আমার সারাজীবনের শিক্ষকতার স্বীকৃতি। শিক্ষকতা জীবনে যে আনন্দ তার পরিপূর্ণ রূপ হলো আজকের এই জাতীয় অধ্যাপক স্বীকৃতি। জাতীয় অধ্যাপক সম্মাননা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমাকে আনন্দিত করেছে, গৌরবান্বিত করেছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজেদের অনুভূতি ব্যক্ত করলেন সদ্য নিয়োগপ্রাপ্ত দেশের তিন জাতীয় অধ্যাপক। ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে দেয়া হয়েছে এ সংবর্ধনা। উল্লেখ্য, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বর্তমানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফার্মগেটে অবস্থিত এ ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। তিন জাতীয় অধ্যাপককে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় অধ্যাপকদের ব্যক্তি ও কর্মজীবনের ওপর বিশেষ আলোকপাত করা হয়। ক্রেস্ট তুলে দেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট নাগরিক, আয়োজক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীমুজ্জামান বসুনিয়া ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী। বক্তব্যের শুরুতে অধ্যাপক ইমেরিটাস ড. রফিকুল ইসলাম বলেন, জাতীয় অধ্যাপক হলো আমার সারাজীবনের শিক্ষকতার স্বীকৃতি। সুতরাং এটা আমাকে আনন্দিত করেছে, গৌরবান্বিত করেছ। একজন শিক্ষকের জীবনে ক্লাসে ছাত্রদের শিক্ষা দেয়ার মতো আনন্দ অন্য আর কিছুতে হতে পারে না। ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, এই বিশ্ববিদ্যালয় আজকে যে সংবর্ধনার আয়োজন করেছে এজন্য আমি এই প্রতিষ্ঠানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। একজন শিক্ষকের জীবনে যে আনন্দ আর তার পরিপূর্ণ রূপ হলো আজকের এই জাতীয় অধ্যাপক। আর আজকের এই সম্মাননা তার সঙ্গে যুক্ত হলো। জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, আমার শিক্ষকতা জীবনের শুরু হয়েছিল ছাত্র থাকা অবস্থায়। এরপর থেকে আমি শিক্ষকতার পাশাপাশি অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু এই পেশা আমি ছাড়িনি, এমনকি বিদেশেও। দেশের বড় বড় প্রোজেক্টেও আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হয়ত বিদেশে থাকলে এই ধরনের সৌভাগ্য আমার হতো না। আর এই জাতীয় অধ্যাপক পেয়ে আমি সত্যিই গর্বিত। এমপিওভুক্তির ভুয়া চিঠি নিয়ে মন্ত্রণালয়ের সতর্কতা ॥ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্টের স্বাক্ষর জাল করে বিভিন্ন বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ভুয়া চিঠি পাঠিয়েছে একটি প্রতারক চক্র। এমপিওর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ সংক্রান্ত এ চিঠিটির সঙ্গে মন্ত্রণালয়ের কোন সম্পৃক্ততা নেই জানিয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্টের ভুয়া স্বাক্ষরে পাঠানো চিঠিতে ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট (Md.monuar Hossain A/C No: ৭০১৭০১৯৬২২০৭৬) দুই হাজার টাকা জমা দিয়ে এমপিও ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ধরনের চিঠির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কোন সংশ্লিষ্টতা নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
×