ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস কর্মী ধর্ষণ চেষ্টা

চলন্ত বাস থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না শিউলী

প্রকাশিত: ০৫:২০, ২৭ জুলাই ২০১৮

 চলন্ত বাস থেকে  লাফ দিয়েও  বাঁচতে পারল  না শিউলী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৬ জুলাই ॥ চলন্ত বাস থেকে লাফ দিয়েও দুষ্কৃতকারীদের কাছ থেকে বাঁচতে পারল না গার্মেন্টস কর্মী শিউলী বেগম (২৮)। অবশেষে বাসের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল তার। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমার জানী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টে কাজ করতেন বলে জানা গেছে। শিউলীর স্বামীর নাম শরীফ খান। তার বাড়ি মির্জাপুর পৌরসভার চরপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিউলী বেগম কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে চরপাড়া নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের জন্য দাঁড়ায়। ভুলে ফেলে আসা তার আইডি কার্ড আনতে বাড়িতে গেলে কারখানার শ্রমিকদের জন্য নির্ধারিত বাসটি চলে যায়। পরে তিনি অন্য একটি বাসে উঠেন। এ সময় যাত্রী বেশি কয়েকজন দুর্বৃত্ত শিউলী বেগমের শ্লীলতাহানির চেষ্টা করলে বাসের জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করতে থাকেন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে দুষ্কৃতকারীদের কাছ থেকে বাঁচতে শিউলী বেগম চলন্ত বাস থেকে লাফ দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে সে মারা যান। ঘটনার দুইশ গজ দূরে দুষ্কৃতকারীরা শিউলীর ওড়না স্যানডেল ও ভাতের টিফিন ক্যারিয়ার মহাসড়কের পাশে ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা শিউলী বেওয়া জানান, ঘটনার কিছু সময় আগে একজন মহিলা ওই চলন্ত বাসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনেছেন। এর কিছুক্ষণ পরই অল্প দূরে চলন্ত বাস থেকে পড়া নিহত মহিলার মরদেহ দেখতে পান। মির্জাপুর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, দুর্ঘটনা খবর পেয়ে হাইওয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। শিউলীর চাচা শ্বশুর আঃ মালেক ও সাইফুল জানান, ওই বাসে দুষ্কৃতকারীরা অসৎ উদ্দেশ্যে শিউলীর ওপর আক্রমণ করেছিল। ওদের কাছ থেকে বাঁচতে সে চলন্ত বাস থেকে লাফ দিলে চাকায় পিষ্ট হয়ে শিউলী মারা যান বলে তারা জানান। মির্জাপুর হাইওয়ে থানার এসআই আঃ ছামাদ বলেন, শিউলীর মাথায়, গলায়, নাকে ও মুখে আঘাতের দাগ রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
×