ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় রিমান্ডে ইসহাক

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ জুলাই ২০১৮

 নাশকতার মামলায়  রিমান্ডে ইসহাক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মোঃ সোলাইমান গাজী আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২ এপ্রিল ২০১৭ সালে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় যানবাহন ও জনসাধরণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইসঙ্গে বেআইনী জনতা মিলিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা শুরু করে। ওই সময় কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেয়াসহ ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা।
×