ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৬:২৪, ২২ জুলাই ২০১৮

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২১ জুলাই ॥ পীরগঞ্জ উপজেলার উত্তর বিরহলী গুরিয়া বস্তিতে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এডব্লিউএম রায়হান শাহের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ওই গ্রামের রশিদুল ইসলাম নেংরুর কন্যা পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী স্বপ্না আক্তারের (১৫) সঙ্গে পার্শ্ববর্তী দলপতিপুর গ্রামের ইউনুস আলীর বিয়ের আয়োজন করা হয়। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে প্রশাসন বাল্যবিয়েটি বন্ধ করে। ৪১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪১ হাজার ৩৯০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোরে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতার ইয়াবা কারবারি মোঃ কাজল (১৯) কক্সবাজার জেলার রামুর মেরংলোয়া গ্রামের জনৈক জমির হোসেনের পুত্র। সে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে চট্টগ্রাম শহরে সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট। গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কাজলকে আটক করা হয়।
×