ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইবিতে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:০৭, ১৬ জুলাই ২০১৮

 ইবিতে শিক্ষক নিয়োগ  বাণিজ্যের অডিও  ফাঁস ॥ তদন্ত  কমিটি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে ভিসি বরাবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল এবং ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সঙ্গে চাকরি প্রার্থীর কথোপকথনের অডিও ফাঁস হয়।
×