ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ বাছাই

বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:৪১, ১৫ জুলাই ২০১৮

বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন

মিথুন আশরাফ ॥ নারী টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হয় সালমাবাহিনী। ওপেনার আয়েশা রহমানের (৪৬) দুর্দান্ত ব্যাটিংয়ের পর পেসার পান্না ঘোষের (৫/১৬) অসাধারণ বোলিংয়ে এবার বাছাইপর্বের এক নম্বর দল হয়েছে বাংলাদেশ। হল্যান্ডের স্পোর্টপার্কে টস জিতে আইরিশরা। বাংলাদেশ দলকে আগে ব্যাট করতে পাঠায়। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় করা আয়েশার ৪৬ রানের ব্যাটিং দ্যুতিতে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২২ রান করে সালমাবাহিনী। ব্যাটার ফারজানা হক (১৭), ওপেনার শামিমা সুলতানা (১৬) ও জাহানারা আলমও (১২*) ব্যাট হাতে নৈপুণ্য দেখান। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। দলের পক্ষে গ্যাবি লুইস সর্বোচ্চ ২৬ রান করতে সক্ষম হন। পান্না ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। তাতে ম্যাচ সেরাও হন। রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ২ টি করে উইকেট নেন। ফাইনালে বাংলাদেশ উঠতেই এ বছর নবেম্বরে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার ফাইনালেও জিতল বাংলাদেশ। তাতে করে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বের সবক’টি ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্যও হলো। বাছাইপর্বে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ বাছাইপর্বে খেলে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে হারানোর পর স্বাগতিক হল্যান্ডকে ৭ উইকেটে হারায়। তাতেই সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে ফেলে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে খেলা চূড়ান্ত করে। সেমিফাইনাল ম্যাচে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। সেই সঙ্গে টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করে নেয়। এ বছর নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হবে নারী টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপে এবার ১০টি দল খেলবে। ২ থেকে ২৫ নবেম্বর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য আগেই আট দল চূড়ান্ত করা ছিল। দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি ছিল আরও দুটি দল চূড়ান্ত হওয়া। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে যে দুটি দল ফাইনালে খেলবে, তাদেরই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার কথা। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ফাইনালে উঠেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এশিয়া কাপ জেতা বাংলাদেশ নারী ক্রিকেট দল যে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে খেলবে, তা যেন সবার আশাই ছিল। তাই হল। অপরাজিত চ্যাম্পিয়নই হয়ে গেল বাংলাদেশ। স্কোর ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ইনিংস ১২২/৯; ২০ ওভার (শামিমা ১৬, আয়েশা ৪৬, ফারজানা ১৭, নিগার ৫, সানজিদা ০, রুমানা ১, ফাহিমা ৫, জাহানারা ১২*, সালমা ৭, পান্না ০, নাহিদা ১*; রেইলি ৪/২৮)। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ইনিংস ৯৭/১০; ১৮.৪ ওভার (গ্যাবি ২৬, ইমেয়ার ২৩; পান্না ৫/১৬, রুমানা ২/১৪, নাহিদা ২/১৫)। ফল ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ২৫ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ পান্না ঘোষ (বাংলাদেশ)।
×