ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ঈশ্বরদী যাচ্ছেন কাল, উৎসবের আমেজ

প্রকাশিত: ০৫:৫৮, ১৩ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী ঈশ্বরদী যাচ্ছেন কাল, উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ঈশ্বরদী-আটঘরিয়ায় শুরু হয়েছে উৎসবের আমেজ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন করবেন। এ ছাড়াও ঈশ্বরদী পাবনার মধ্যে ট্রেন চলাচলসহ অন্তত ১০ প্রকল্পের তিনি উদ্বোধন করবেন বলে জানা গেছে। রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে বিশ্বের ৩২তম এবং দেশের প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র। এর আগে গত বছরের ৩০ নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসব মুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লির এফসিডি কাজের উদ্বোধন করেন। বিদ্যুত কেন্দ্রের দুটি ইউনিট থেকে ১২০০ মেগা হিসেবে ২৪শ’ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা সম্ভব হবে। ২০২৩ সালে প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুত এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটে উৎপাদিত বিদ্যুত জাতীয় গ্রিডে সঞ্চালন করা সম্ভব হবে। পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ের কারণে এবং রাশিয়ান ফেডারেশনের নির্মিত প্রযুক্তির এ্যাকটিভ ও প্যাসিভ সেফটি সিস্টেমের কারণে বিদ্যুত উৎপাদনের সময় কোন ধরনের দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে বলে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানিয়েছেন। মূল প্রকল্প এলাকার বাইরে নির্মিত হচ্ছে অত্যাধুনিক আবাসন পল্লী ‘গ্রীনসিটি’ । গণপূর্ত বিভাগ ‘গ্রীনসিটি’ বাস্তবায়ন করছে।
×