ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদার আপীলসহ ৪ আবেদনের শুনানি আজ

প্রকাশিত: ০৫:১৬, ৯ জুলাই ২০১৮

 দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদার  আপীলসহ ৪ আবেদনের  শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস চেয়ে কারাদ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীলসহ চারটি আবেদনের ওপর শুনানির জন্য একদিন পিছিয়ে আজ সোমবার দিন ধার্য করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার আপীল ছাড়াও অন্য তিনটি আবেদন হলো- খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন) এবং একই মামলার ১০ বছরের কারাদন্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপীল। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন নির্ধারণের আদেশ দেন। আদালতেখালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এ জে মুহাম্মদ আলী। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশীদ আলম খান। আদেশের পর দদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা আমাদের (দুদক) আবেদন হাইকোর্ট শুনতে অপারগতা প্রকাশ করে দুদকের মামলার জন্য নির্ধারিত বেঞ্চে শুনানি করতে বলেন। কিন্তু আমরা উভয়পক্ষের আবেদন একসঙ্গে শুনানি করতে চেয়েছি। তাই এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাই। এর পরিপ্রেক্ষিতেই খালেদা জিয়ার আপীল আবেদনের সঙ্গে আমাদের রিভিশন আবেদন ও অন্য দুই আসামির পৃথক দুটি আপীল আবেদন একসঙ্গে শুনানির সিদ্ধান্ত নেয় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।
×