ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশী আইনজীবীর খালেদার হয়ে কথা বলা চরম ধৃষ্টতা

প্রকাশিত: ০৬:০৬, ৪ জুলাই ২০১৮

বিদেশী আইনজীবীর খালেদার হয়ে কথা বলা চরম ধৃষ্টতা

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপীল শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আপীল ও দুদকের রিভিশন আবেদনসহ মামলার আরও দুই আসামি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপীলসহ মোট চারটি আবেদনের ওপর ওই শুনানি করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টকে আপীল নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপীল বিভাগের দেয়া রায়ের (রিভিউ) পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আপীল বিভাগে দায়ের করা ওই রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট আপীল শুনানি মুলতবি রাখতে আবেদন জানান তারা। হাইকোর্ট ওই আবেদনের শুনানি শেষে বিষয়টি নিষ্পত্তি করে উক্ত দিন নির্ধারণ করা হয়েছে। আদেশের পর এ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বলেছেন, একজন বিদেশী আইনজীবী হয়ে খালেদা জিয়ার বিষয়ে কথা বলা চরম ধৃষ্টতা। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা যে কোন আইনজীবীর চরম বেয়াদবি। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে সরকার খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। খালেদা জিয়ার জামিন হলে সেই জামিনকে কীভাবে রোধ করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপীল শুনানি ৮ জুলাই দিন ঠিক করেছে আদালত। আপীল শুনানি মুলতবি রাখতে খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। বিদেশী আইনজীবীর খালেদার হয়ে কথা বলা চরম ধৃষ্টতা একজন বিদেশী আইনজীবী হয়ে খালেদা জিয়ার বিষয়ে কথা বলা চরম ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা যে কোন আইনজীবীর চরম বেয়াদবি। খালেদা জিয়ার সাজা বাড়ানোর আপীলসহ পৃথক তিনটি আপীলের ওপর শুনানির জন্য আগামী ৮ জুলাই হাইকোর্ট দিন ঠিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার এসব কথা বলেন তিনি। এর আগে বিভিন্ন গণমাধ্যমে ব্রিটিশ আইনজীবী ও লর্ড কার্লাইলের বিএনপি নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের পক্ষে আইনী লড়াই করবেন এমন খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, দিল্লীতে এসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে লবিং করবেন প্রবীণ ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল। ঢাকা থেকে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও খালেদা জিয়ার আইনজীবীর সেখানে তার সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। খালেদার মামলা নিয়ে সরকার খুবই ব্যতিব্যস্ত দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও দলটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে সরকার খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। খালেদা জিয়ার জামিন হলে সেই জামিনকে কীভাবে রোধ করবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। ১/১১-এর কথা আপনাদের মনে আছে? সেই সময় যে অবস্থায় চলত, আমরা তার চাইতে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছি।’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুদকের করা আপীলসহ পৃথক তিনটি আপীলের ওপর শুনানির জন্য হাইকোর্ট আগামী ৮ জুলাই দিন ঠিক করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, সেই মামলায় পাঁচ বছরের কারাদ- দিয়েছিল। সেই মামলাটি শুনানি করার জন্য সরকার ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমরা আগেও বলেছি এখনও বলছি, যেখানে লাখ লাখ আপীল পেন্ডিং, যেখানে ডেথ রেফারেন্স পেন্ডিং, সমস্ত মামলা রেখে সরকার এ মামলাটি শুনানি করতে ব্যতিব্যস্ত হয়ে গেছে।
×