ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেইমার ঝলকে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

ব্রাজিলই টিকে গেল

প্রকাশিত: ০৬:০৭, ৩ জুলাই ২০১৮

ব্রাজিলই টিকে গেল

জিএম মোস্তফা ॥ জয়রথ ছুটছেই ব্রাজিলের। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতেও জয় পেয়েছে তারা। সামারা এরেনায় তিতের দল এদিন ২-০ গোলে পরাজিত করেছে মেক্সিকোকে। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকেটও নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেক্সিকোর বিপক্ষে নেইমার নিজে গোল করার পাশাপাশি সতীর্থ রবার্তো ফিরমিনোকে দিয়ে করিয়েছেনও একটি। ২০১৮ বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল ব্রাজিলের গায়ে। কিন্তু গ্রুপ পর্বে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি সেলেসাওরা। তারপরও দুই জয় আর বাকি ম্যাচে ড্র করে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে। অন্যদিকে দুই জয় আর এক হারের সৌজন্যে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় মেক্সিকো। সামারা এরেনায় তাই ব্রাজিল-মেক্সিকোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। ভক্ত-অনুরাগীদের হতাশ করেনি কেউ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুই দল। তবে দ্বিতীয় মিনিটেই ব্রাজিলের গোলমুখে আক্রমণ করে বসে মেক্সিকো। কিন্তু তা দারুণভাবে রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার। ১৪ মিনিটেও ব্রাজিলের জালে বল জড়ানোর চেষ্টা করেন মেক্সিকোর ফুটবলাররা। এই ম্যাচে সেলেসাওরা ফেবারিট হলেও শুরু থেকে একের পর এক আক্রমণ করে ব্রাজিলের রক্ষণভাগকে নাজেহাল করে ফেলে মেক্সিকোর স্ট্রাইকাররা। প্রথমার্ধের ২৪ মিনিটে মেক্সিকোর বিপক্ষে প্রথমবার বড় ধরনের আক্রমণ করে ব্রাজিল। কিন্তু নেইমারের শট শেষ পর্যন্ত রুখে দেয় মেক্সিকান গোলরক্ষক গুইলের্মো ওচোয়া। তার পরের মিনিটে আবারও আক্রমণে যায় নেইমার-কুতিনহোরা। কিন্তু এবারও ব্যর্থ সেলেসাওরা। ২৯ মিনিটে আবার আক্রমণ করে মেক্সিকো। ফলাফল ব্যর্থ। তার পরের মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। কিন্তু ওচোয়া রুখে দেন ব্রাজিলের সেরা তারকাকে। তার দুই মিনিট পর আবারও আক্রমণে যায় ব্রাজিল। এবার প্রতিপক্ষের গোলমুখে বল ঢুকানোর চেষ্টা করেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকাকেও রুখে দেন ওচোয়া। এর পরের সময়টাতেই দুই দলই মুহুর্মুহু আক্রমণ করে। কিন্তু গোলের দেখা পায়নি ব্রাজিল-মেক্সিকোর কেউ। এর ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে যায় তিতের দল। কিন্তু ফিলিপে কুতিনহোর শট রুখে দেন ওচোয়া। তারপরও হাল ছাড়েনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণ করে যায় সেলেসাওরা। তার ফলও পেয়ে যায় ব্রাজিল। ৫১ মিনিটে আসে সেই বহুল কাক্সিক্ষত মুহূর্ত। দুর্দান্ত খেলা উইলিয়ানের শট থেকে দারুণ এক গোল করেন নেইমার। আর তাতেই স্বস্তি ফিরে সেলেসাও শিবিরে। এবারের বিশ্বকাপে প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান স্ট্রাইকারের এটা দ্বিতীয় গোল। নকআউট পর্বে নেইমারের এটাই প্রথম গোল। এই গোল করেই ছাড়িয়ে যান মেসি-রোনাল্ডোকে। কেননা আর্জেন্টিনা আর পর্তুগালের এই মহাতারকার কেউ এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে গোলের দেখা পাননি। মেসি-রোনাল্ডোরা যা করতে পারেননি এবার সেটাই করে দেখালেন নেইমার। ৬২ মিনিটে উইলিয়ানের দুর্দান্ত শট আবার রুখে দেন ওচোয়া। ৬৭ মিনিটে আবারও উইলিয়ান গোলের এক সুযোগ তৈরি করে দেন নেইমারকে। কিন্তু এবার গোলপোস্টের বাইরে দিয়ে বল পাঠিয়ে দেন সাবেক বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ড। ৬৯ মিনিটে ছোট্ট আক্রমণ করে মেক্সিকো। কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে ব্যর্থ হয় তারা। তবে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য সব ধরনের চেষ্টা করে মেক্সিকো। কিন্তু সাফল্যের দেখা পায়নি মেক্সিকানরা। বরং দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে কাউন্টার এ্যাট্টাকে গোল ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। গোলদাতা রবার্তো ফিরমিনো। তবে গোলের উৎস ছিলেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে সতীর্থদের দিয়ে তৃতীয় গোল করালেন সাবেক বার্সিলোনা ও সান্তোসের তারকা ফরোয়ার্ড। সেইসঙ্গে সেলেসাওদের কোয়ার্টার ফাইনালের টিকেটও যেন নিশ্চিত হয়ে যায়। ফ্রান্স, উরুগুয়ে, রাশিয়া এবং ক্রোয়েশিয়ার পর পঞ্চম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নেইমারের ব্রাজিল। শেষ আটে সেলেসাওদের প্রতিপক্ষ বেলজিয়াম-জাপানের মধ্যে বিজয়ী দল।
×