ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আরও ১৬ জেলায় পাসপোর্ট অফিস হবে

প্রকাশিত: ০৫:০৯, ৩ জুলাই ২০১৮

আরও ১৬ জেলায় পাসপোর্ট অফিস হবে

আনোয়ার রোজেন ॥ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আরও ১৬ জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন স্থাপন করা হচ্ছে। পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের সুবিধাজনক স্থান থেকে উন্নতমানের সেবা প্রদানের উদ্দেশে বিকেন্দ্রীকরণের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য একটি প্রকল্প তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৮৭ কোটি টাকা। যেসব জেলায় নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করা হবে সেগুলো হচ্ছে- বান্দরবান, খাগড়াছড়ি, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, জয়পুরহাট, পিরোজপুর, ঝালকাঠি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর ও সিলেট। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের সভায় প্রকল্পটি উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পরিকল্পনা কমিশন। একনেকের অনুমোদন পেলে আগামী তিন বছরের মধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর এবং গণপূর্ত অধিদফতর প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে। প্রকল্প সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জনকণ্ঠকে বলেন, বিদেশে কর্মসংস্থান, চিকিৎসা, উচ্চশিক্ষা, বেড়ানোসহ নানাবিধ প্রয়োজন পূরণের প্রাথমিক শর্ত পাসপোর্ট থাকা। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা। পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য সেবাটির বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। কেউ যাতে তার সুবিধামতো সবচেয়ে কাছের আঞ্চলিক অফিস থেকে নির্বিঘেœ পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা পেতে পারেন, সেজন্যই প্রকল্পটি নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জেলাগুলোর বাসিন্দারা খুব সহজেই পাসপোর্ট সেবা পাবেন। এতে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোর পাসপোর্ট অফিসে চাপ ও ভিড় কমে আসবে। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশী নাগরিক চাকরি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের জন্য বিদেশে যাতায়াত করে থাকে। এ সংখ্যা দিন দিন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এসব কাজে সবার আগে প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের। ২০১০ সাল পর্যন্ত ১৫টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ এর মাধ্যমে পাসপোর্ট সেবা দেয়া হতো। সরকার জনগণের দোর গোড়ায় পাসপোর্ট সেবা পৌঁছে দিতে পরবর্তীতে আরও ৫২টি পাসপোর্ট অফিস স্থাপন করেছে। বর্তমানে সারাদেশে কার্যক্রম পরিচালনা করা পাসপোর্ট অফিসের সংখ্যা ৬৭টি। এর মধ্যে ৬৪টি জেলার ৬৪টি, ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জে অতিরিক্ত ২টি ও চট্টগ্রামের পাঁচলাইশে অতিরিক্ত একটি পাসপোর্ট অফিস রয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৪টি, দ্বিতীয় পর্যায়ে ১১টি, তৃতীয় পর্যায়ে ১৯টিসহ মোট ৩৪টি অফিস নির্মিত হয়েছে। বর্তমানে ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৭টি জেলায় পূর্ণাঙ্গ আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণের কাজ চলমান রয়েছে। এবার আরও ১৬ জেলায় পূর্ণাঙ্গ আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। জানা গেছে, প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে প্রতিটি অফিসের জন্য ৬৮৪ দশমিক ১ বর্গমিটার ৫ তলা অফিস ভবন নির্মাণ, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, ৫০৬ বর্গ মিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রতিটি অফিসের জন্য ১২২ দশমিক ৭৩ বর্গমিটার কম্পাউন্ড ড্রেন, একটি ডিপ টিউব অয়েল এবং ৫০ কেভিএ সাব স্টেশন স্থাপন করা হবে।
×