ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক বিক্রেতা দম্পতিসহ ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৮

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জুন ২০১৮

রাজধানীতে মাদক বিক্রেতা দম্পতিসহ ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৮

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিদিনই মাদকের আখড়াগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রেতা দম্পতিসহ ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মহাখালীতে মাদকমুক্ত সমাজ, বাংলাদেশ আয়োজিত মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা মাদকের আখড়া হিসেবে পরিচিত বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ডিএমপি পুলিশ। এ অভিযানে থানা পুলিশ, ডিবি পুলিশ ও ডগস্কোয়াডসহ ৩০০ পুলিশ সদস্য অংশ নিয়েছেন। অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ২০০ ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল আহাদ জানান, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কড়াইল বস্তিতে দুই ঘণ্টার অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এতে পাঁচজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছেন। এ অভিযানে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুসারে, বনানীর কড়াইল বস্তি রাজধানীর অন্যতম আলোচিত ‘মাদকের আখড়া’। এখানে মাদক ব্যবসায়ীরা নিয়মিত মাদক বিক্রি করে থাকে। এদিকে বুধবার রাতে রাজধানীর কলাবাগান থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করে পুলিশ। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কলাবাগান থানার পান্থপথ, কাঁঠালবাগান, গ্রিন রোডের আশপাশ ও পান্থকুঞ্জ এলাকার আশপাশে প্রায় ৫০০ পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযানে অংশ নেন। অন্যদিকে একই সময় রাজধানীর খিলগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৮ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এ সময় ইতি (২৫), আলমগীর বিশ্বাস (৩৭) ও মোঃ আল আমিন (৪৫) নামে তিন মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১৮০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় থানা পুলিশের আরেকটি টিম পূর্ব গোড়ান এলাকা থেকে সোনিয়া (২০), লিজা (৩৫), লিমা (৩৩) ও মনিষা (১৫) নামে চার নারী মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড়শ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে বুধবার গভীররাতে রাজধানীর তুরাগ থেকে ইয়াবা ও হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা টিম। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জয়নাল (৫২) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮)। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে তুরাগ থানাধীন উত্তরা বাউনিয়া বটতলার আক্তার হোসেনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় মাদক বিক্রির সময় হাতেনাতে জয়নাল ও তার স্ত্রী নাজমাকে গ্রেফতার করা হয়। এ সময় জয়নালের কাছ থেকে ৪৮০ গ্রাম বাদামি রঙের পাউডার ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং তার স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাদামি রঙের পাউডার হেরোইন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সিআইডি রসায়ন ল্যাবে পাঠানো হয়েছে বলে ডিবি পুলিশ জানায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা তুরাগ, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×