ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন বাড়ল ১০ জুলাই পর্যন্ত

প্রকাশিত: ০৫:১৪, ২৯ জুন ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন বাড়ল ১০ জুলাই পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ১০ জুলাই পর্যন্ত জামিন বর্ধিত করেছে আদালত। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মোঃ আখতারুজ্জামান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। বেলা ১১টা ১০ মিনিটের দিকে বিচারক এজলাসে উঠলে মামলাটির কার্যক্রম শুরু হয়। শুরুতে আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। মামলার আরেক আসামি জিয়াউল ইসলাম মুন্না চিকিৎসার জন্য দেশের গেছেন। কিন্তু তিনি এখনও দেশে ফিরে আসেননি জানিয়ে তার পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১০ জুলাই ধার্য করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে জিয়া উদ্দিন জিয়া, জাকির হোসেন ভূঁইয়া, নুরুজ্জামান তপন প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
×