ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে ফিরতে হয়রানির শিকার যাত্রী ॥ ভাড়া কয়েক গুণ

প্রকাশিত: ০৭:১০, ২৪ জুন ২০১৮

কর্মস্থলে ফিরতে হয়রানির শিকার যাত্রী ॥ ভাড়া কয়েক গুণ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩জুন ॥ এই ঘাটে নেই কোন যাত্রী ছাউনি, তেমনি নেই কোন পন্টুন কিংবা সিঁড়ি। ঈদ শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবী মানুষের দুর্ভোগ কমছেই না। স্বজনদের সঙ্গে ঈদ করতে আসা নির্বিঘেœ কর্মস্থলে যেতে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। ভাড়া নেয়া হচ্ছে কয়েকগুণ। বেকুটিয়া ফেরিঘাট থেকে ঢাকাগামী পূবালী-৭ ও মানিক-১ এসে ঘাটে ভিড়ে উপচে পড়া যাত্রী নিয়ে। অপরদিকে হুলারহাট লঞ্চঘাট থেকে টিপু-৬, ফারহান-৯, রাজদূত-৭, মর্নিংসান-৫ ও মহারাজ-৭ নামের লঞ্চটি প্রতিদিন ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এসময় লঞ্চের ছাদে পর্যন্ত ছিল না তিল ধারনের ঠাঁই। শুক্র ও শনিবার বিকেল পাঁচটায় সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট ও হুলারহাট লঞ্চঘাট থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। উপকূলীয় জেলা পিরোজপুরের আট সহ¯্রাধিক মানুষ ছুটি শেষে তাদের কর্মস্থলে নির্বিঘেœ ফিরতে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ করতে আসা যাত্রীগণ বলেন, ফেরিঘাট থেকে এক কিলোমিটারেরও বেশি কাঁচা ও এবড়ো-থ্যাবড়ো ইট সোলিং রাস্তা হেঁটে বর্ষা-কাদায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষকে কাপড়চোপর নোংরা করে প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে লঞ্চে উঠতে হয়। এদিকে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টাফরা জানান, লঞ্চের কেবিনগুলো আগেভাগেই বুকিং দেয়া হয়ে গেছে। সাধারণ যাত্রীর জন্য যে ডেক তাও একশ্রেণীর অসৎ দালাল ৩-৪ গুণ বেশি টাকায় বিক্রি করে দিচ্ছে। লঞ্চের ছাদে পর্যন্ত তিল ধারনের ঠাঁই নেই। অপরদিকে, কেবিনের ভাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে ৩-৪ গুণ বেশি মূল্যে বুকিং দেয়া হয়েছে। ডেকের ভাড়াও বাড়ানো হয়েছে নির্ধারিত রেটের চেয়ে একশ’ টাকা পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ভোগান্তি ও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে যাত্রীদের। এছাড়া বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে টিকেট না পেয়ে অনেক যাত্রীই বিকল্প পথে লঞ্চযোগে কর্মস্থলে ফিরছে। তবে রকেট ও লঞ্চের যাত্রীগণ লঞ্চের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে যাচ্ছে। একই সঙ্গে লঞ্চ যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি বিভিন্ন রুটে লঞ্চ রোটেশন পদ্ধতিতে পরিচালনা না করায় যাত্রীদের জীবনের ঝুকি নিয়ে ঢাকায় ফিরছে।
×