ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী শুরু

অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ জুন ২০১৮

 অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা

জনকণ্ঠ রিপোর্ট ॥ এক ছাদের নিচে ১০২ প্রজাতির আম! সেইসঙ্গে রয়েছে প্রায় ৯৯ প্রজাতির ফলের একাধিক জাতের বর্ণিল সমারোহ। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে শুক্রবার দেশব্যাপী শুরু হয়েছে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৮’। এ উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে রাজধানীর ফার্মগেটে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। মেলার উদ্বোধনী দিনেই ক্রেতা ও দর্শণার্থী সমাগমে মুখরিত হয়ে ওঠে ফল মেলা। দুপুরের পর মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে জনতার ঢল। বিভিন্ন স্টলে বাহারি ফলের নাম জানতে উৎসুক জনতাকে ঢুঁঁ মারতে দেখা যায়। সেইসঙ্গে ক্রেতারাও যেন একই স্থানে বাহারি ফল দেখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। পূর্ব রাজাবাজার থেকে আগত আফরোজা তন্নি তখন আমের স্টলে। তিনি কিনে ফেললেন ১০ কেজি হিমসাগর আম। আফরোজা জনকণ্ঠকে বলেন, ‘ফল মেলায় এসে ফল কিনবো না এমন কি হয়! প্রতিবছরই আমি ফল মেলায় আসি। একসঙ্গে অনেক ফলের সমারোহ দেখার সুযোগ হাতছাড়া করা যায় কি! মেলায় এসে এবার আম কিনলাম। দামেও সস্তা আর রাজশাহীর আম পেলাম। কেজিপ্রতি ৭০ টাকা কিনলাম ১০ কেজি হিমসাগর।’ বাবার হাত ধরে তেজগাঁও থেকে ফল মেলায় উপস্থিত হয়েছে ১০ বছরের লামিয়া। উৎসুক চোখে মেলা প্রাঙ্গণের মাঝামাঝি স্থানের ফ্রুট ডিসপ্লে কর্ণারে থরে থরে সাজানো হরেক রকমের ফল দেখছে সে। আর বিভিন্ন ফল দেখিয়ে বাবার কাছে জানতে চাইছে কোনটা কোন ফল। কথা হলো লামির সঙ্গে। সে জনকণ্ঠকে জানায়, ‘এবারই প্রথম এত ফল একসঙ্গে দেখছি। অনেক খুশি লাগছে। বইতে অনেক ফলের নাম পড়েছি কিন্তু বাস্তবে দেখিনি। আমি এখানকার অনেক ফলই চিনি না কখনও খাইনি।’ তার বাবা মোঃ খোরশেদ আলম জানান, ‘মেয়েকে ফল চেনাতে ও আনন্দ দিতেই ফল মেলায় নিয়ে আসা। ছুটির দিনে ঘরে বসে না থেকে বরং মেয়েকে নিয়ে এই অসাধারণ আয়োজনটি উপভোগ করতে এলাম। এখানে দেশী ফলসহ রয়েছে অনেক বিদেশী ফলও। মেয়ের চোখে-মুখে বিস্ময়! এত ফল একসঙ্গে দেখে তার প্রশ্নেরও শেষ নেই। আমারও খুব ভাল লাগছে মেলায় এসে।’ শুক্রবার রাজধানীতে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৮ এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)। এর আগে সকাল সাড়ে ৯টায় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়াম চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘মানব সম্পদ উন্নয়নে পুষ্টি সমৃদ্ধ ফলের অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের দেশের আবহাওয়া সারাবছর ফসল উৎপাদনের উপযোগী। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও অধিক জনসংখ্যার মধ্যেও কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অনেক উন্নতি হয়েছে। যা অনেক দেশের জন্য অনুকরণীয়। মন্ত্রী বলেন, দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদন ধরে রাখতে আমাদের সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে।’
×