ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় জামাইয়ের ধাক্কায় শ্বশুর নিহত

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জুন ২০১৮

  সাতক্ষীরায় জামাইয়ের  ধাক্কায়  শ্বশুর  নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ যৌতুকের টাকা নিয়ে বিরোধের জের ধরে জামাইয়ের ধাক্কায় শ্বশুর নিহত হয়েছে। সোমবার রাতে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম কাশেম আলী (৭৫)। তিনি লক্ষ্মীখোলা গ্রামের মৃত আব্দুল করিম গাজীর ছেলে। গ্রেফতার জামাতার নাম আব্দুল জলিল (৪৫)। সে একই উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের হাশেম বিশ্বাসের ছেলে। নিহতের ছেলে শহিদুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম আলীর মেয়ে রেশমা খাতুনের সঙ্গে ৯/১০ বছর আগে দিগং গ্রামের হাশেম বিশ্বাসের ছেলে আব্দুল জলিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিসহ সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঈদের আগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্ত্রী রেশমা খাতুন স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে চলে আসে। সোমবার রাতে আব্দুল জলিল তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ীতে এলে কথাকাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রীকে সে মারপিট করতে থাকে। শ্বশুর কাশেম এতে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে তার শ্বশুরকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর স্থানীয়রা ঘাতক আব্দুল জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
×