ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালমাদের এশিয়া কাপ জয়ে বাঁধভাঙ্গা উল্লাস

প্রকাশিত: ০৫:০০, ১১ জুন ২০১৮

সালমাদের এশিয়া কাপ জয়ে বাঁধভাঙ্গা উল্লাস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল উল্লাস করার উপলক্ষ এনে দিলেন। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিলেন। প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের মাধ্যমে এশিয়া কাপ জয়ের আনন্দ মিলল। আর তাই সবার মধ্যেই বাঁধভাঙ্গা উল্লাস, উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমরা খুব খুশি যে আমরা এশিয়া কাপ জিতেছি। এটা যে কত বড় একটা ব্যাপার, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা গ্রুপপর্বে ভারতের বিপক্ষে জিতেছিলাম। আজ (রবিবার) ফাইনাল ছিল। আমরা খুশি যে আজও (রবিবার) আমরা জিতেছি।’ ভারতের কাছে হারলেও বাংলাদেশের হারানোর কিছু ছিল না। ফাইনাল খেলতে পারাই অনেক বড় অর্জন। ভারতেরই হারানোর ছিল। বাংলাদেশের শুধু প্রাপ্তি ম্যাচ ছিল। সালমা সেটিই স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আমাদের হারানোর কিছু ছিল না। ওদের হারানোর ছিল অনেক কিছু। এখানে আমাদের অনেক সমর্থক ছিল, এটা খুব ভাল লেগেছে। সবাইকে ধন্যবাদ এভাবে সমর্থন দেয়ার জন্য।’ সঙ্গে যোগ করেন, ‘টুর্নামেন্টে আমাদের শুরুটা খুব খারাপ ছিল। খুব ভাল লাগছে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি বলে। এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। অসম্ভব খুশি আমরা।’ খুশি হওয়ারই কথা। যে কাজটি কখনই করা যায়নি, সেই কাজটিই বাংলাদেশ নারী ক্রিকেটাররা করে দেখিয়েছেন। প্রথমবারের মতো এশিয়ার সেরা দল হয়েছেন। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল হয়েছেন। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সালমা, রুমানা, জাহানারা, কুবরারা শিরোপা এনে দিয়েছেন। দেশকে গর্ব করার উপলক্ষ এনে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তারা আনন্দে আত্মহারা। তাদের আনন্দ সারাদেশেই ছেয়ে গেছে। বাংলাদেশ পুরুষ ক্রিকেটাররাও আনন্দে আত্মহারা। মাশরাফি, তামিম, মুশফিকরাও উল্লাস করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজ ছাড়া কোন টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। নারী ক্রিকেটারদের মাধ্যমেই সেই অধরা স্বপ্নের বাস্তবায়ন হলো। প্রথমবারের মতো এশিয়া কাপ জেতা গেল। জেতার সৌভাগ্য হলো। তাদের জয়ে তামিমরাও আনন্দ করেছেন। উল্লাস করেছেন। নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছেন তামিম। সেখানেই উল্লাস বোঝা গেছে। অনুশীলন শেষ করে এসে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের অন্তিমলগ্ন দেখতে বসেছেন মাশরাফি, তামিম, মুশফিক, লিটন, মুস্তাফিজ, সৌম্য, মিরাজ, সাইফুদ্দিনরা। শেষ বলে সবার কপালেই চিন্তার ভাজ। কি হয়, কি হয়। তামিম আশাবাদ ব্যক্ত করেছেন। দুই রান হয়ে যাবে। ম্যাচ শেষেই উল্লাসে ফেটে পড়ে গোটা ড্রেসিংরুম। নিজের ফেসবুকে মেয়েদের শুভকামনা জানিয়ে তাসকিন লিখেছেন, ‘আহ, অসাধারণ এক অনুভূতি। শুভকামনা মেয়েদের।’ মেয়েদের বিজয় মুহূর্তের ভিডিও ফেসবুক পেজে পোস্ট করে শুভকামনা জানিয়েছেন মুশফিক, সৌম্য, সাব্বির। মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সর্বপ্রথম এশিয়া কাপ জয়ের জন্য আমাদের মেয়েদের অভিনন্দন, কী একটা অসাধারণ টুর্নামেন্টই না গেল!’ সালমাদের এশিয়া কাপ জয়ে বাঁধভাঙ্গা উল্লাসই চলছে সারাদেশে। দেশের মানুষও যে আনন্দিত।
×