ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৪৪

প্রকাশিত: ০৬:২০, ১ জুন ২০১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৪৪

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ওয়ারীর গেন্ডারিয়া থানা এলাকার নামাপাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযানে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এদিকে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে আরও ১১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুরান ঢাকার গেন্ডারিয়ার নামাপাড়া বস্তি, শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিএমপি। অভিযানে পুলিশের সঙ্গে ডিবি, ডগ স্কোয়াড, সোয়াটের সদস্যরা অংশ নেন। এতে পুলিশের সাজোয়া যান, জলকামাল, প্রিজনভ্যান, এ্যাম্বুলেন্সসহ বিপুল সংখ্যক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে অভিযানে অংশ নেয়। পরে সেখান থেকে ২৮ মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা, ২২৫টি প্যাথেডিন ইনজেকশন, ৩ কেজি গাঁজা, ৭০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেয়া ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদ উদ্দিন জানান, নামাপাড়া বস্তিটি ওয়ারী বিভাগের তিনটি থানার সংযোগস্থলে পড়েছে। এই বস্তির মাদক নিয়ন্ত্রণ করে রহিমা ও হযরত নামে দুই মাদক স¤্রাট। তারা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড। তাদের স্পটে পাওয়া যায়নি। পলাতক রয়েছে। ডিসি ফরিদ উদ্দিন জানান, এই বস্তিটি ছিনতাইকারীদের একটি অন্যতম আশ্রয়স্থল। এর আগে, ছিনতাইকারী রিকশায় থাকা এক নারীর ব্যাগ টান দিলে ওই ঘটনায় শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় ছিনতাইকারীকে আটকের পর ব্যাগ উদ্ধার করতে এই বস্তিতে যাওয়া হলে তখন সেখান থেকে আরও অনেক ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে ডিসি ফরিদউদ্দিন জানান। এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৪৯টি থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে আরও ১১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া উইং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, এ সময় গ্রেফতারকৃতদের কাছে ৬ হাজার ৮০৭টি ইয়াবা, প্রায় সাড়ে তিন শ’ পুরিয়া গাঁজা ও ৪০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে।
×