ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের তার ছিঁড়ে একজন নিহত ॥ অগ্নিকাণ্ডে দম্পতি দগ্ধ

প্রকাশিত: ০৩:৫৬, ৩১ মে ২০১৮

বিদ্যুতের তার ছিঁড়ে একজন নিহত ॥ অগ্নিকাণ্ডে দম্পতি দগ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় বিদ্যুতের তারে জড়িয়ে একজন নিহত ও শর্ট সার্কিটের আগুনে দম্পতিসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকা-ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামের কৃষক কাশেম ঠাকুরের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। অগ্নিকা-ে বাড়ির আসবাবপত্র, কাপড়-চোপড়সহ অন্যান্য মালামাল ভষ্মীভূত হয়। অগ্নিকা-ের সময় কাশেম ঠাকুর বাড়িতেই অবস্থান করছিলেন। কাশেম ঠাকুর অগ্নিদগ্ধ হলে তার স্ত্রী উদ্ধারের জন্য এগিয়ে এসে তিনিও দগ্ধ হন। এ সময় স্থানীয়রা শ্যালো মেশিন দিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, অগ্নিকা-ে কৃষক কাশেম ঠাকুরের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে রাত পৌনে ৯ টার দিকে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ডোগলপাড়া গ্রামের আব্দুল হান্নান তার শিশুপুত্রকে নিয়ে বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ে পড়ে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন। শিশুটি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লক্ষ্মীপুর নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, বুধবার সকালে সদর উপজেলার মিয়ার বেড়ি নামক বাজারে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পারভেজ আলম শান্ত (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। তার পিতা একই উপজেলার চরমনসা গ্রামের নেজায়েত উল্যা মাঝি। মোবাইল ফোনে কথা বলার সময় স্থানীয় তিনতলা ভবনের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যায় কিশোর। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, হরিপুর উপজেলার পতন ডোবা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে চ-িপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের ছেলে আজিরুল ইসলাম নোবেল (২৭) মারা গেছেন। এলাকাবাসী জানান, সকালে ঘরে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
×