ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় খেয়াঘাটের যাত্রী ছাউনির অবস্থা বেহাল

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ মে ২০১৮

কলাপাড়ায় খেয়াঘাটের যাত্রী ছাউনির অবস্থা বেহাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ মে ॥ বালিয়াতলী খেয়াঘাটের যাত্রীদের রোদবৃষ্টি থেকে রক্ষায় অপেক্ষার জন্য এ যাত্রী ছাউনিটি করা হয় অন্তত ১৫ বছর আগে। এখন নিদর্শন হিসেবে কয়টি খুঁটি পড়ে আছে। বেড়া-চাল কোথায় তা কেউ জানে না। এমনকি পিলার পর্যন্ত নিয়ে গেছে একটি প্রভাবশালীমহল। একই দশা চাকামইয়ার আনিপাড়া খেয়াঘাটের যাত্রী ছাউনির। লোন্দা খেয়াঘাটের টিয়াখালীর অংশেরটি আছে কোনমতে। অপরপার ধানখালীর লোন্দাঘাটেরটি এখনও মানুষ ব্যবহার করছে। কিছুটা ভাল আছে। পটুয়াখালীর জেলা পরিষদ, কলাপাড়া উপজেলা পরিষদ কিংবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে এ ছাউনিগুলো করেছে তা কেউ নিশ্চিত করতে পারছেন না। তবে ভাড়াটে মোটরসাইকেল চালকরা জানান, প্রায় ১৫ বছর আগে এ যাত্রী ছাউনিগুলো সরকারীভাবে করা হয়েছে। গুরুত্বপূর্ণ খেয়াঘাটগুলোতে এ যাত্রী ছাউনিগুলো করা হয়। তখন খেয়া পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীরা রোদবৃষ্টি থেকে রক্ষা পেতে ছাউনির বেঞ্চিতে বসতে পারত। কিন্তু কোন ধরনের রক্ষণাবেক্ষণ না করায় এ সকল যাত্রী ছাউনির টিনবেড়া, চালের আয়রন স্ট্রাকচার চোর নিয়ে গেছে। এখন খুঁটিগুলো কালের স্বাক্ষী হিসেবে পড়ে আছে। অন্তত দশটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যাত্রী ছাউনিগুলো সম্পূর্ণভাবে ব্যবহার অনুপযোগী হওয়ায় এখন খেয়া পারাপারে অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, কারা এ যাত্রী ছাউনি করেছে তার জানা নেই। তার ধারণা এগুলো জেলাপরিষদ করতে পারে। তবে যাত্রীসহ সাধারণ মানুষের দাবি এ যাত্রী ছাউনিগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করা হোক।
×