ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রী নিরাপত্তায় ৩৯ নির্দেশনা

প্রকাশিত: ০৭:২২, ২৯ মে ২০১৮

ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রী নিরাপত্তায় ৩৯ নির্দেশনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কখনও রোদ আবার কখনও হঠাৎ বৃষ্টি আবার কখনও ধেয়ে আসছে দমকা হাওয়া আর বজ্রপাত। আবহাওয়ার এমন খেলা চলবে জুন মাসজুড়েই আর এ সময় ঈদ-উল-ফিতরের ছুটিতে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ ঘরমুখো মানুষের নৌপথে নিরাপদে বাড়ি ফেরায় দেখা দিয়েছে শঙ্কা। তাই বাড়তি চাপ মাথায় রেখে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবারের ঈদযাত্রা নির্বিঘœ করতে প্রশাসন, সংশ্লিষ্ট সরকারী সংস্থা ও নৌযান সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ৩৯টি নির্দেশনা দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। ঈদের কয়েকদিন অতিরিক্ত যাত্রী বহন করে লঞ্চগুলো। আবহাওয়া অনুকূলে না থাকায় এবার সেটি একেবারেই করতে দেয়া হবে না। সেই সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচলের সুবিধার্থে আগামী ১২ থেকে ২০ জুন পর্যন্ত দিনের বেলায়ও বালুবাহী নৌযান বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বলেন, ঈদযাত্রায় হঠাৎ কালবৈশাখী বা ঝড়-বৃষ্টি হলে তা লঞ্চযাত্রীদের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। মানুষের বাড়ি গিয়ে ঈদ আনন্দ করার চেয়ে তাদের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তাই লঞ্চগুলো যাতে সক্ষমতা অনুযায়ী যাত্রী বহন করে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মাঝ নদীতে ঝড় উঠলে মানুষ আতঙ্কে লঞ্চে ছোটাছুটি শুরু করে। বাতাসের তীব্রতা তখন লঞ্চের বডিতে আঘাত করে। তাই আবহাওয়া খারাপ দেখলে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আবহাওয়ায় ২ নম্বর সিগন্যাল থাকলে শুধু বড় লঞ্চ চলাচল করতে পারবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির কঠোর নির্দেশনায় গেল কয়েকবছরে ঈদে লঞ্চ দুর্ঘটনায় বড় ধরনের কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চলতি মে মাসে দফায় দফায় কালবৈশাখী হয়েছে, যা লঞ্চযাত্রীদের জন্য আতঙ্ক। দুটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায়ও পড়েছে। এগুলো বড় লঞ্চ হওয়ায় অবশ্য প্রাণহানির মতো ঘটনা ঘটেনি, কিন্তু ঈদে এমন দুর্ঘটনা হলে বিপুল প্রাণহানির আশঙ্কা তৈরি হবে। এজন্য এবারও নৌমন্ত্রী নৌদুর্ঘটনা এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন। সূত্রমতে, সারাদেশে ২০২টি রুটে কম-বেশি আট শ’ যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমোদন রয়েছে।
×