ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইয়াবা কারবারিকে রক্ষার কৌশল

প্রকাশিত: ০৭:১৭, ২৩ মে ২০১৮

টেকনাফে ইয়াবা কারবারিকে রক্ষার কৌশল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাদক বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। এমন সময়ে এক সিন্ডিকেট সদস্যকে বিশ হাজার ইয়াবাসহ আটক করে টাকার বিনিময়ে সহসাই ছাড় পাবার ব্যবস্থা করে দিয়েছে টেকনাফ পুলিশ। মঙ্গলবার বিকেলে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলের ভেতর লুকিয়ে টেকনাফ সীমান্ত থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে আসছিল বালুখালীর গোরা মিয়ার পুত্র মহিন। পথে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশের হাতে ওই ইয়াবাসহ ধরা পড়ে সিন্ডিকেট সদস্য। খবর পেয়ে তার স্বজনরা পুলিশের কাছে বিভিন্ন তদ্বির চালায়। শেষ পর্যন্ত সফলও হন তারা। এক লাখ টাকার বিনিময়ে পুলিশ আটক ইয়াবা কারবারি মহিনকে কয়েকটি ইয়াবা দিয়ে সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই যুবককে ছয় মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, টাকার বিনিময়ে সবকিছু করতে পারে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন কানাঘুষা চলছে। কেউ কেউ বলছেন, এভাবে কতিপয় লোভী পুলিশের কারণে ইয়াবা রোধ করা মোটেও সম্ভব হবে না। পুলিশ ইয়াবা কারবারিদের কৌশলে সহযোগিতা দিলে সিন্ডিকেট সদস্যরা সহজে বেরিয়ে পড়বে কারাগার থেকে। ২০ হাজার ইয়াবা নিয়ে যখন ধরা পড়েছে, তাকে ওই মালসহ মামলা টুকে দিয়ে আদালতে সোপর্দ করা দরকার ছিল। মাত্র ৫০টি ইয়াবা দিয়ে ভ্রাম্যমাণ আদালতে চালান দেয়া মানে পুলিশের চাতুরি। তারা ১ লাখ টাকা ছাড়াও উদ্ধার হওয়া বিশ হাজার ইয়াবা আত্মসাত করার সুযোগ করে নিয়েছে।
×