ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খুলনা নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভীর ক্ষোভ

প্রকাশিত: ০৬:৪০, ২২ মে ২০১৮

খুলনা নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভীর ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ‘এমন সুষ্ঠু নির্বাচন দেশে কবে হয়েছে?’ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে জাতির সঙ্গে তামাশা হিসেবে উল্লেখ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে আগামী নির্বাচনও হবে খুলনা মডেলে। প্রধানমন্ত্রী নিজেই প্রমাণ করলেন তার অধীনে জাতীয় নির্বাচন হলে তা হবে বিরোধী দলগুলোর জন্য আত্মঘাতী। সোমবার দুপুরে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নতুন মডেলের ‘চমৎকার’ খুলনা সিটির অর্ধেকেরও কম ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেননি। কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেনি হাজার হাজার ভোটার। অথচ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য খুলনার ভোটারদের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। অবৈধ ক্ষমতার দৌরাত্ম্য ভোটারদের অধিকার বঞ্চিত করে এখন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর লজ্জায় আজও নির্বাচন কমিশন কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারেনি।
×