ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শান্তির রংধনু

প্রকাশিত: ০৬:৫১, ২০ মে ২০১৮

শান্তির রংধনু

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। সেই দ্বীপপুঞ্জের পূর্বদিকের একটি অঞ্চল গ্রন গোছ। ১৯৮২ সালের যুদ্ধে গ্রন গোছ দখলে নিয়েছিল আর্জেন্টিনা। রক্তাক্ত যুদ্ধের সেই প্রান্তরের একটি বাড়ির কাছাকাছি ভেসে ওঠে এক রংধনু। আর দেখেই তা ক্যামেরাবন্দী করেন রয়টার্সের আলোকচিত্রী ম্যাক্রোস ব্রিনডিচ্চি। -ইয়াহু নিউজ প্রথম থ্রিডি ভিডিও কল অপো গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউট (শেঞ্জেন) ঘোষণা করেছে যে, কোম্পানিটি থ্রিডি স্ট্রাকচারড লাইট টেকনোলজি ব্যবহৃত বিশ্বের সর্বপ্রথম ফাইভজি ভিডিও কল প্রদর্শন করেছে। থ্রিডি স্ট্রাকচারড লাইট টেকনোলজি ব্যবহৃত এই প্রদর্শনীতে কোয়ালকম টেকনোলজির অপো ফোন এবং ফাইভজি এনআর টার্মিনাল প্রোটোটাইপের থ্রিডি ক্যামেরার পোর্ট্রেট ইনফরমেশন থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে রিমোট রিসিভারে থ্রিডি ভিডিও চিত্রায়িত করা হয়েছে। -ওয়েবসাইট
×