ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শুষ্ক মৌসুমে পানি

প্রকাশিত: ০৫:১৮, ১৯ মে ২০১৮

শুষ্ক মৌসুমে পানি

হিমালয়ের দুর্গম অঞ্চলে গরমের মৌসুমে পানির কষ্ট ঘোচাতে চমৎকার এক পদ্ধতি উদ্ভাবন করেছেন সোনাম ওয়াংচুক নামের এক উদ্ভাবক। তিনি এর নাম দিয়েছেন আইস স্তূপ। এ প্রক্রিয়ায় শীতের সময় পাওয়া বাড়তি পানি স্তূপাকারে জমিয়ে রেখে গরমের সময় সেই জমানো পানি ব্যবহার করা হয়। সোনামের উদ্ভাবিত বরফ স্তূপের ডিজাইন এমনই জ্যামিতিক যে, শুধু আকৃতির কারণে ভারতের লাদাখ অঞ্চলে মে-জুনের শেষের দিকে গিয়ে এ বরফ গলতে শুরু করে। আর এই সময়টাতেই পানি পাওয়া দুষ্কর। সোনামের পদ্ধতি ব্যবহার করে পানির অভাব দূর হওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে ভারতের লাদাখ। শুষ্ক মৌসুমে সেখানে ফসল ফলানোর আনন্দে বিভোর এ অঞ্চলের কৃষক। এটা তারা কষ্মিনকালেও কল্পনা করতে পারেনি। এরই মধ্যে লাদাখের বিভিন্ন এলাকায় ২০টি বরফ স্তূপ তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলেক্স। এসব স্তূপে অন্তত ১ কোটি লিটার পানি ধরে রাখার কাজে এখন ব্যস্ত সোনাম। - বিবিসি
×