ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই শ’ এ্যাপ বাতিল করল ফেসবুক

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ মে ২০১৮

দুই শ’ এ্যাপ বাতিল করল ফেসবুক

ব্যবহারকারীদের ডেটা অনেক বেশি পরিমাণে সংরক্ষণ করে এমন এ্যাপগুলো যাচাইয়ের প্রথম ধাপে প্রায় দুই শ’ এ্যাপ বাতিল করেছে ফেসবুক। কেমব্রিজ এ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির পর ডেটা অপব্যবহার ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। ফেসবুকের পণ্য অংশীদারিত্ব বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইমে আরকিবং বলেন, কোন ডেটা অপব্যবহার করে কিনা তা যাচাই করার পর এই এ্যাপগুলো বাতিল করা হয়েছে। কেমব্রিজ এ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারির পর তীব্র চাপ ও সমালোচনার মুখে চলতি বছর ২১ মার্চ ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এ্যাপের মাধ্যমে সংগ্রহ করা ডেটা অপব্যবহার বিষয়ে তদন্তের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত কয়েক হাজার এ্যাপ যাচাই করে দেখা হয়েছে বলে জানিয়েছে সোশাল জায়ান্টটি। আরকিবং বলেন, ‘ফেসবুকে দেয়া মানুষের ডেটা অপব্যবহার করে এমন সব এ্যাপকে খুঁজে পেতে এখনও আরও কিছু কাজ বাকি আছে।’২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-এর নির্বাচনী প্রচারণায় কাজ করেছিল মার্কিন ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ এ্যানালিটিকা। -ইয়াহু নিউজ
×